সোমবার, ০১ মে, ২০১৭, ০১:৫৭:২৭

মেয়র আনিসুল হককে অনন্ত জলিলের চিঠি

 মেয়র আনিসুল হককে অনন্ত জলিলের চিঠি

বিনোদন ডেস্ক: রাজধানীর বনানী, গুলশান, উত্তরাসহ বিভিন্ন এলাকার উন্নয়ন দেখে মুগ্ধ হয়েছেন চিত্রনায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল।  আর তাই তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন।

অনন্ত জলিল লিখেছেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই।  ভবিষ্যতেও জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই।  বিভিন্ন ক্রেতার সঙ্গে মিটিংয়ে আমাকে প্রায়ই গুলশান-বনানী-উত্তরা যেতে হয়।  দিন দিন চোখের সামনেই বদলে যেতে দেখলাম এলাকাগুলো! যেন জাদুর কাঠি হাতে নিয়ে উন্নয়নে নেমেছেন আমাদের মেয়র।

তিনি বিজিএমইএ, এফবিসিসিআই ও সার্ক চেম্বারের সভাপতি ছিলেন।  তাঁর কাছে মেয়র হিসেবে যা আশা করেছিলাম ঠিক তাই পেলাম।

ফুটপাতগুলো ঝকঝকে, ডিভাইডারগুলোতে টব বানিয়ে ফুলের চাষ, ঢাকা চাকা নামের নতুন গাড়ি প্রচলন, হাতিরঝিলে ইঞ্জিনচালিত নৌকার ব্যবস্থা, ডাস্টবিন, পাবলিক টয়লেট—সব যেন রূপকথার গল্পের মতো বদলে গেল।

আমি আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ’
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে