সোমবার, ০১ মে, ২০১৭, ০৩:০৬:১৯

শাকিবের সমঝোতা, বিপাকে ‘রংবাজ’ পরিচালক!

 শাকিবের সমঝোতা, বিপাকে ‘রংবাজ’ পরিচালক!

বিনোদন ডেস্ক: দেশের চলচ্চিত্র নির্মাতা ও টেকনিশিয়ানদের হেয় করে গণমাধ্যমকে বেফাঁস মন্তব্য করেন শাকিব খান।

বিষয়টি ভালোভাবে নেয়নি চলচ্চিত্র পরিচালক সমিতি। এফডিসির ১২টি সংগঠন শাকিবের সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা দেয়। উপায়ন্তর না দেখে রোববার এফডিসিতে পরিচালক সমিতিতে সবার সামনে ক্ষমা চান শাকিব।

এ নায়ক বলেন, পারিবারিক জটিলতায় তার মানসিক অবস্থা ভালো ছিল না। সবাই যেন পুরনো কথা মনে না রাখেন।

এদিকে শাকিবকে নিয়ে কোন পরিরচালক কাজ করতে পারবেন না বলে চলচ্চিত্র পরিচালক সমিতি সিদ্ধান্ত নেয়। কিন্তু ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ সেসবের তোয়াক্কা না করে পাবনায় শাকিবকে নিয়ে ছবিটির শুটিং করেন।

শুধু এখানেই ক্ষান্ত হননি তিনি। পরিচালক সমিতির সদস্য পদ হারানোর পরও দাম্ভিকতার সঙ্গে ফেসবুকে লিখেন, শাকিব খানকে নিয়েই তিনি ছবি করবেন। কেউ ছবি আটকাতে পারবেন না।

শাকিব মাফ পেলেও শামীম আহমেদকে পরিচালক সমিতির সদস্য পদ ফিরিয়ে দেয়া হবে না বলে শোনা যাচ্ছে।

এদিকে আজ সোমবার বেলা ১২ টার দিকে পরিচালক সমিতির সদস্যরা শাকিব ও শামীম আহমেদকে নিয়ে মিটিং করেন বলে জানা গেছে।

এদিন বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে পরিচালক সমিতি তাদের সিদ্ধান্তের কথা জানাবেন।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে