বিনোদন ডেস্ক : রেখে ঢেকে কথা বলতে পারেন না কাজল। মনের কথা মুখের উপরে বলে দেন তিনি। অজয় দেবগণের শিবায় ও করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিলের বিবাদের মধ্যে কাজল মুখ খুলেছিলেন। আর সেজন্য করণের মতো বন্ধুকেও হারিয়েছেন। মুম্বাইয়ে ঘনিষ্ট এক বন্ধুর রেস্তোরাঁর উদ্বোধনে হাজির হয়েছিলেন কাজল।
ফুডস্টোরিস নামে ওই রেস্তোরাঁটি তার বন্ধু রায়ানের। ফোনে নিজেই লাইভ করেছিলেন কাজল। তখনই রায়ান কাজলের জন্য একটি পদ আনেন। কাজল জিজ্ঞেস করেন, এটা কি? তখন রায়ান উত্তর দেন, এটা গোমাংস দিয়ে তৈরি। কাজলের প্রতিক্রিয়া, ‘তোমার হাত কেটে দেব।’
গত কয়েক বছর ধরে ভারতজুড়ে গো-মাংস বিতর্ক সৃষ্টি হয়েছে, গরুর মাংস কি নিষিদ্ধ করা উচিত, নাকি উচিত নয়। যে দেশের হিন্দুদের সঙ্গে গরুর আবেগের সম্পর্ক রয়েছে, সেখানে এই প্রশ্ন তোলাটাই ভুল। হিন্দুরা গরুকে গো-মাতার চোখের দেখে। তাই বলে, একজন মানুষকে গরুর মাংস খাওয়ার অপরাধে মেরে ফেলা হবে কি না? হ্যাঁ, গো-মাংস বিতর্কে গত দুই বছরে একাধিক প্রাণহানীর ঘটনাও ঘটেছে।
তার মধ্য কাজলের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকে। তবে যখন দেখলেন বিতর্ক ধীরে ধীরে বাড়ছে, তখনই সোশ্যাল নেটওয়ার্ক থেকে পোস্টটি ডিলিট করলেন কাজল৷ আর সোজাসাপটা ট্যুইটে সাফাইয়ে লিখলেন, ‘আমি গোমাংস খাইনি৷ ওটা ভুলভাবে নেওয়া হয়েছে৷ মাংসটা মহিষের ছিল!’
কাজলের এই পোস্ট নিয়েই শুরু হয় বিতর্ক৷ কথা ওঠে, কাজল রেস্তোরাঁয় গিয়ে গোমাংস খেয়েছেন৷ বিতর্ক যখন পারদের গতিতে চড়তে থাকে, তখন নিজেই এগিয়ে আসেন কাজল ৷ প্রথমে ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্ক থেকে ডিলিট করেন কাজল ৷ তারপর ট্যুইটে স্পষ্ট জানান, ‘আমি গোমাংস খাইনি!’
১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস