সোমবার, ০১ মে, ২০১৭, ০৯:০৫:৪১

সালমান খানের এত্ত বড় ভুঁড়ি!

সালমান খানের এত্ত বড় ভুঁড়ি!

বিনোদন ডেস্ক: এ কোন সালমান খান? খালি গায়ে শুটিং সেটে হাঁটছেন। পরনে একটি সাদামাটা থ্রি কোয়াটার প্যান্ট এবং চপ্পল। ছবিতে সবচেয়ে বেশি চোখে পরছে বড় একটা ভুঁড়ি। এ কি হাল হয়েছে সালমান খানের!

মুম্বাইয়ের প্রচণ্ড গরমে টিকতে না পেরেই নাকি শার্ট খুলে শুটিং সেটে হাঁটছেন সালমান খান। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং সেটে এমন সাদামাটা লুকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সালমানের অজান্তে তোলা এই ছবিতে সালমানের শারীরিক গঠন দেখে অনেকেই চমকে গিয়েছেন। টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশ করার এই ছবিটি দেখেই বোঝা যাচ্ছে বেশ অনেক ওজন বেড়ে গেছে তার।

ছবির প্রয়োজনে সালমান এত ওজন বাড়িয়েছেন নাকি ব্যায়াম করার সময় পাচ্ছেন না তা নিয়ে দ্বিধায় ভুগছেন তার ভক্তরা। বলিউড তারকাদের ফিটনেস গুরুর এমন হাল দেখে অবশ্য ভক্তদের অনেকে মজা করে লিখেছেন, ছবির শুটিং এর সময় পেট চেপে অভিনয় করেন সালমান। আবার কেউ কেউ ছবিটির ব্যাপারে আপত্তি তুলে বলেছেন, সালমানের অজান্তে এধরণের ছবি তোলা একেবারেই উচিত হয়নি।

২০১২ সালের সফল ছবি ‘এক থা টাইগার’ এর সিক্যুয়েল হিসেবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি তৈরি করা হচ্ছে। কিছুদিন আগে অস্ট্রিয়াতে ছবিটির শুটিং শুরু হয়েছিল। অস্ট্রিয়ার শুটিং শেষে বর্তমানে মুম্বাইতে চলছে শুটিং। এই ছবিতে প্রায় ৬ বছর পর জুটি বেঁধে কাজ করছেন সালমান-ক্যাটরিনা। এবছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে।-টাইমস অব ইন্ডিয়া
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে