সোমবার, ০১ মে, ২০১৭, ০৯:২৪:৫৯

বাহুবলী ২’ সিনেমা নিয়ে যা বললেন রজনীকান্ত

বাহুবলী ২’ সিনেমা নিয়ে যা বললেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক: ‘বাহুবলী ২’ ঝড়ে মেতেছে গোটা ভারত। একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে পরিচালক এস এস রাজামৌলির এই ছবিটি। এ বার ছবি দেখে রিভিউ দিলেন রজনীকান্ত। তিনি টুইট করেন, ‘বাহুবলী ২…ভারতীয় সিনেমার গর্ব। ভগবানের নিজের সন্তান এস এস রাজামৌলি ও তাঁর টিমের প্রতি আমার স্যালুট। ’ এর উত্তরে রাজামৌলি টুইট করেন, ‘থালাইভা… মনে হচ্ছে ভগবান নিজেই আমাদের আশীর্বাদ করলেন…। ’

গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। ভারত জুড়ে এই ছবি নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। কিন্তু তার মধ্যেও উল্টো খাতে বইছে দু-একটা সমালোচনা। অনেকেই বলছেন, বাহুবলীর প্রথম পর্বের মতো উচ্চতায় পৌঁছতে পারেনি দ্বিতীয় পর্ব।

এই ছবি অনেকটাই ‘নামে কাটছে’ বলেও দাবি বেশ কিছু সমালোচকের। আবার কেউ বলেছেন, এই ছবির দ্বিতীয়ার্ধ বেশ লম্বা। তিন ঘণ্টার ছবির কোনও ফ্রেম, শট, ডায়লগ বাদ পড়েনি। আদৌ কোনটা ঠিক তার উত্তর দেবে বিগ স্ক্রিন।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে