মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০৫:০৭:০০

‘রণবীর সিং বা কাপুর নন, ভারতের পরবর্তী সুপারস্টার প্রভাস’

‘রণবীর সিং বা কাপুর নন, ভারতের পরবর্তী সুপারস্টার প্রভাস’

বিনোদন ডেস্ক : বক্সঅফিসে  আক্ষরিক অর্থেই রাজত্ব করছে ‘বাহুবলী’। কড়া চলচ্চিত্র সমালোচকদের প্রায় নিশ্চুপ করে রেখেই একের পর এক দিগন্ত খুলে চলেছে রাজামৌলির ছবি। রেকর্ড ভাঙা-গড়ার খেলা তো চলছেই। পাশাপাশি বলিউডের গ্ল্যামার ফিকে করে আঞ্চলিক ছবির দুনিয়া উঠে এসেছে স্বমহিমায়।

বলা হচ্ছে রণবীর সিং বা কাপুর নন, রজনীকান্তের উত্তরসূরী হিসেবে দেশের পরবর্তী সুপারস্টার হতে চলেছেন প্রভাস। বলিউড বোদ্ধারা থেকে সাধারণ সিনেমা-প্রেমীরা সবাই এখন বাহুবলি জ্বরে ভূগছে। এই সিনেমার মুখ্য ভূমিকায় বাজিমাত করেছেন প্রভাস।

দুর্বার গতিতে এগোচ্ছে বাহুবলী। ইতিমধ্যেই প্রায় ৬০০ কোটি ছাড়িয়েছে ছবিটি। এখনও অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি পরিচালক রাজামৌলি। বর্তমানে স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য লন্ডনে আছেন তিনি। তবে ছবির কলাকুশলীরাও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

ভারতীয় বক্স অফিসের পুরনো অধ্যায়গুলো জানাচ্ছে, তাদের সর্বাধিক ব্যবসাসফল ছবি আমির খানের পিকে (৭৯২) ও দাঙ্গাল (৭৩০)। এরপরই আছে বাহুবলীর প্রথম পর্ব ‌‌বাহুবলী দ্য বিগেনিং। এটির আয় ৬৫০ কোটি রুপি।

মোট মিলিয়ে যা জানান দেয় তা হলো- ‌‘বাহুবলী-২’ এর জন্য এগুলো রেকর্ড এখন ‘ছেলেখেলা’ মাত্র। অনেকই ধারণা করছেন, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি এগুলো রের্কড ধুলিসাৎ করে দেবে। এমনকি এ সপ্তাহেই এটি ১ হাজার কোটির ঘরেও লাফ দিতে পারে! আর তা হলে ‘বাহুবলী'র বাহুবলী-কাটাপ্পা রণক্ষেত্রের ফল হবে আকাশছোঁয়া অর্থপ্রাপ্তি।

উল্লেখ্য, ২০১৫ সালে নির্মিত ‌‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর দ্বিতীয় পর্ব ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। ‘বাহুবলী: দ্য কনক্লুসন’ মুক্তি পায় গত শুক্রবার। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন, প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামাইয়া কৃষ্ণাণ, রানা দাগ্গুবতি ও সত্যরাজ।

২ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে