মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ১০:১৮:২৩

নাকফুল পরছেন আমির!

নাকফুল পরছেন আমির!

বিনোদন ডেস্ক: একেক ছবিতে একেক রূপে দর্শকদেরকে চমকে দেন আমির খান। কখনো ওজন বাড়িয়ে আবার কখনো বয়স কমিয়ে নিজেকে পুরোপুরি বদলে ফেলতে পারেন অনায়াসেই। তবে সম্প্রতি তার লুক দেখে অনেকেই খুব বিস্মিত হয়েছেন। আর তার কারণ হলো একটি সাম্প্রতিক ছবিতে নাকফুল পরতে দেখা গেছে তাকে।

ফ্যাশন সচেতন পুরুষরা কান কিংবা ভ্রু পিয়ার্সিং করছেন অহরহ। কিন্তু তাই বলে নাকফুল! অনেক ভক্তই চমকে যাচ্ছেন আমিরের এমন লুকে। অধিকাংশ ভক্তের মতে বেশ হাস্যকর দেখাচ্ছে আমিরের নতুন স্টাইল। তবে, কেউ কেউ ধারণা করছেন স্টাইলের জন্য নয় বরং ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির জন্যই এই লুক ধারণ করেছেন তিনি। চরিত্রের প্রয়োজনেই হয়তো নাকফুল পরতে হয়েছে আমির খানকে।

ছবিটি সুশান্ত সিং রাজপুত তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন। শেয়ার করার পরপরই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। আলোচনার মূল বিষয় ছিল আমিরের নাকফুল!

‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে আমিরের সাথে থাকছেন অমিতাভ বচ্চন। ছবিটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য এবং প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। জুন থেকে ‘থাগস অব হিন্দুস্তান’ এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। আগামী বছর দিওয়ালীতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তার আগে চলতি বছরও থাকছে আমিরের ছবি। এবছরের ৪ আগস্ট আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পাচ্ছে। ছবিতে স্পাইক করা চুল এবং আধুনিক বেশভূষায় দেখা যাবে আমিরকে। ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। ফিল্মি বিট।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে