বুধবার, ০৩ মে, ২০১৭, ০১:৪৮:৪১

জানেন, বাহুবলীর মোট লভ্যাংশের কত ভাগ পাবেন পরিচালক?

জানেন, বাহুবলীর মোট লভ্যাংশের কত ভাগ পাবেন পরিচালক?

বিনোদন ডেস্ক : ‘কাটাপ্পা কেন বাহুবলী’কে মারলেন? কোটি টাকার এই প্রশ্নের উত্তর এত দিনে অধিকাংশই পেয়ে গেছেন। আর তার ফলেই মুক্তির মাত্র ৩ দিনের মধ্যেই ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘বাহুবলী ২ – দ্য কনক্লুশান’। এতদিনের সিনেমার সব রেকর্ড যে ‘বাহুবলী ২’ ভেঙে দেবে, তা আশা করাই যায়।

‘বাহুবলী’কে নিয়ে দর্শকমনে এই কৌতূহল সৃষ্টি করানো পরিচালক এস এস রাজামৌলি’কে নিয়েই কম কৌতূহল নেই ভক্তদের মনে। ‘বাহুবলী’ লাভারদের কাছে রাজামৌলি নামের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষত সম্প্রতি ‘বাহুবলী’ টিভি সিরিজের কথা ঘোষণা হওয়ার পর।

তা এ হেন রাজামৌলি ‘বাহুবলী’র দুটি ছবি থেকে কত টাকা আয় করেছেন জানেন? ‘বাহুবলী’র দুটি পার্ট ধরলে লাভের অঙ্ক ১০০০ কোটিও ছুঁতে পারে। ডিএনএ-এর রিপোর্ট অনুযায়ী, বাহুবলীর মোট লভ্যাংশের এক তৃতীয়াংশ আসে পরিচালক রাজামৌলির অ্যাকাউন্টে। প্রসঙ্গত, বাহুবলী তৈরিতে ৫ বছরের বেশি সময় ব্যয় করেছেন রাজামৌলি।
৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে