বুধবার, ০৩ মে, ২০১৭, ১০:৩৮:০২

রাজ আদেশেই হত্যা করা হয় বাহুবলিকে

রাজ আদেশেই হত্যা করা হয় বাহুবলিকে

বিনোদন ডেস্ক: বাহুবলিকে কেন হত্যা করা হয়? ২০১৫ সালে ‘বাহুবলি-১’মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ তৈরি হয় বিষয়টি জানার জন্য। আর অপেক্ষার পালা বাড়তে থাকে বাহুবলির পরের পর্ব দেখার। অবশেষে সেই আগ্রহের সমাধান হয়ে গেল। মাহিশমতি সম্রাজ্যের বংশীয় গোলাম কাটাপ্পা। যুগ যুগ ধরে তার পরিবার সেই সিংহাসনের দাসত্ব করে আসছে। রাজ্যের রাজার আদেশই পালন করেন কাটাপ্পা। আর রাজ আদেশেই বাহুবলিকে হত্যা করেন তিনি। প্রথম পর্বের শেষ দৃশ্যে সেনাপতি কাটাপ্পা পেছন থেকে বাহুবলিকে তলোয়ার ঢুকিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের অর্থ খুঁজে পায় না দর্শকেরা।

দুই বছরের অপেক্ষার অবসান ঘটায় ‘বাহুবলি : দ্য কনক্লুশন। ’আর এই পর্বে দেখা যায় রাজার আদেশেই অমরেন্দ্র বাহুবলিকে হত্যা করেন কাটাপ্পা। তার ছেলে মাহেন্দ্র বাহুবলির কাছে হত্যার ঘটনাটিই সবিস্তারে জানান তিনি। ‘বাহুবলি-২’ এর দৃশ্য অনুযায়ী, রাজা বল্লাল দেব কুটচাল চেলে বাহুবলিকে হত্যার জন্য কাটাপ্পাকে আদেশ দেন। তা শুনে কাটাপ্পা রাজমাতা শিবাগামীর কাছে তার মত জানতে চান। ফিরিয়ে নিতে বলেন এই রাজ আদেশ। এ পাপ তিনি করতে পারবেন না বলে সাফ জানিয়ে রাজমাতার সম্মতি আছে কিনা জানতে চান।

বল্লালের কুটচাল না বুঝে রাগান্বিত শিবাগামী বলেন, বাহুবলিকে মরতেই হবে। এ কথা শুনে কাটাপ্পা নিজের তলোয়ার বের করে রাজমাতাকে বলেন, এ পাপ আমি করতে পারবো না। আপনি বরং আমাকেই হত্যা করুন। জবাবে শিবাগামী বলেন, তুমি হত্যা না করলে আমি নিজেই তাকে হত্যা করবো। কারণ, সে হত্যাযোগ্য অপরাধ করেছে। এবার কাটাপ্পা বলেন, না রাজমাতা এই পাপ আপনি করবেন না। আমিই এ কাজ করবো। আর সেই রাজ আদেশেই বাহুবলিকে হত্যা করেন কাটাপ্পা। অন্তিম মুহূর্তে তার কাছে ক্ষমা চেয়ে নিজেকে হত্যার জন্য বাহুবলির কাছে সমর্পন করেন।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে