বিনোদন ডেস্ক: চোখে চশমা, লম্বা চুল, ভারিক্কি চেহারা। আর পাশে ক্যাটরিনা কইফ। চিনতে পারছেন কে এই বলি নায়ক?
রহস্য উন্মোচিত হোক ধীরে ধীরে। সদ্যই ইনস্টাগ্রামে পা রেখেছেন নায়িকা। ইনস্টাগ্রামে এসেই যাকে বলে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ক্যাট। কিছুদিন আগেই শরীরে শুধুমাত্র টাওয়েল জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। বিখ্যাত সেলিব্রিটি ফোটোগ্রাফার মারিও টেস্টিনোর তোলা সাদা-কালোয় সেই ছবিটি পোস্টও করেছিলেন নিজের অ্যাকাউন্টে। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ছবি।
তবে এ বার ক্যাট নয়, নায়িকার পাশে দাঁড়াতে আসরে নামলেন তাঁর পুরনো বন্ধু। তিনি আর কেউ নন, অর্জুন কপূর। ক্যাটরিনার সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করে ক্যাটকে ইনস্টাগ্রামে স্বাগত জানালেন অর্জুন। শুধু তাই নয়, ক্যাটরিনার অফিসিয়াল পেজ ফলো করতেও আহ্বান জানালেন ফ্যানদের।
তবে শুধু অর্জুনই নন, ইনস্টাগ্রামে ক্যাটকে স্বাগত জানিয়েছেন খোদ কিঙ্গ খানও। ‘যব তক হ্যায় জান’-এর সময়কার একটি ছবি দিয়ে তিনিও ক্যাটকে ওয়েলকাম করেন।-আনন্দবাজার
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস