সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৬:৪৮

বাবার পাশে নির্ঘুম রাত মিমের

বাবার পাশে নির্ঘুম রাত মিমের

বিনোদন ডেস্ক : বিদ্যা সিনহা মিম। তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসেন তার বাবাকে। আর তাই তো যখন তিনি শুনতে পেলেন তার বাবা স্ট্রোক করেছেন, তখন পুরো পৃখিবীটাই তার উলোট পালট হয়ে গেলো।

সামনে হাজার খানেক দর্শক। অপেক্ষা করছেন তার পারফর্ম দেখার আশায়। তিনি চাইলেও ‘বাবা, বাবা’ চিৎকার দিয়ে মঞ্চ ছেড়ে বেরুতে পারেন না। সিনেমায় হলে হয়তো বা হতো কিন্তু বাস্তবতা বড়ই কঠিন! পারফর্ম করলেন তিনি। কেউ জানলই না মিমের হাসির আড়ালে কি চলছিল।

পারফর্ম শেষ করেই ছুটলেন বাবার কাছে। ততক্ষনে তাকে মহাখালির আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সারারাত বাবার পাশেই কাটিয়েছেন মীম। মধ্যরাতে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ভোরে বাড়ি ফেরেন মিম।

তিনি বলেন, ‘বাবাকে নিয়ে আমার যে ভয়টা করেছিলাম সেটা কেটে গেছে। বাবার অবস্থা এখন কিছুটা ভালো। রাতে ভয়াবহ অবস্থা ছিল। মাঝরাতে একবার বমি করার পর থেকে কিছুটা সুস্থবোধ করছেন। ডাক্তাররা বলেছেন টেনশনের কিছু নেই। কাল গলা ও হার্ট চেকআপ করা হয়েছে। আজ রিপোর্ট পাওয়া যাবে।’

মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহা বর্তমানে ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে