বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্র এখন লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছেন গুণী অভিনেতা সোহেল রানা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে বিএফডিসি-তে গতকাল মঙ্গলবার মিশা-জায়েদ প্যানেলের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় সোহেল রানা বলেন, ‘গত কয়েক বছর ধরে বলে আসছি, চলচ্চিত্র এখন লাইফ সাপোর্টে। এ কথা তখন অনেকেই বিশ্বাস করেননি। আজ কিন্তু সেটাই প্রমাণিত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে। এ বিষয় নিয়ে আমরা একত্রিত হয়েছি। অনেকে আলোচনাও করেছেন। আমি শুধু একটা কথাই বলব, বসে বসে মার খাবেন না, রুখে দাঁড়াবেন। গত চার-পাঁচ বছর যা হয়েছে এর প্রতিবাদ করার জন্যই হয়তো আপনারা আজ এখানে এসেছেন। আমরা সিনিয়র যারা আজ এখানে এসেছি তারা এই বিষয়ে প্রতিবাদ করার জন্যই এসেছি। আমরা মনে করি, মিশা-জায়েদ প্যানেল যদি নির্বাচিত হয় তা হলে বাংলাদেশ চলচ্চিত্র আবার তার পায়ে দাঁড়াবে।’
‘একটা দেশের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা আর একটা দেশ ইচ্ছাকৃতভাবে সর্বনাশ করে যাচ্ছে। আর যারা এর সহযোগিতা করছেন তাদেরকে আটকে দিতে হবে।’ বলেন, সোহেল রানা। পরিচিতি অনুষ্ঠানের শৃঙ্খলা দেখে প্রশংসা করেন সোহেল রানা।
৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস