বিনোদন ডেস্ক: বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্লোজ আপ তারকা মৌসুমী আক্তার সালমা। এই বৈশাখেও তার গান প্রকাশ পেয়েছে। মঞ্চেও ব্যস্ত এই জনপ্রিয় গায়িকা।
তাই বলে সন্তানকেও সময় দিচ্ছেন না তা কিন্তু নয়। একমাত্র মেয়ে স্নেহার সাথে দারুণ সম্পর্ক সালমার। বলা যায় মা-মেয়ের এই টান যেন ফ্রেমবন্দী করে রাখার মতোই।
মেয়ের সাথে সালমার ভালোবাসাময় মুহূর্ত কাটাচ্ছেন। মেয়েকে নিয়ে আজ ঘুরতে বেড়িয়েছিলেন সালমা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে মা-মেয়ের বেশকিছু আনন্দময় মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে মা-মেয়ের মধুরতম সম্পর্কের চিত্র ফুটে উঠেছে। সালমা ছবিগুলো শেয়ার করে ক্যাপশন জুড়ে দিয়েছেন, 'আজ মেয়েকে নিয়ে সারাদিন ঘুরলাম, শপিং করলাম বাবুর জন্য'
সম্প্রতি সালমার একক গান দরদ ও ফোক ঘরানার 'তোরে ছাড়া স্বপ্ন দেখা' মুক্তি পেয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে