বুধবার, ০৩ মে, ২০১৭, ০৮:৫৭:০৪

বহুদিন পর হঠাৎ দেখা দিলেন চিত্রনায়িকা পলি

বহুদিন পর হঠাৎ দেখা দিলেন চিত্রনায়িকা পলি

বিনোদন ডেস্ক : এক দশক আগেও চলচ্চিত্রে স্বর্ণযুগ ছিল পলির। তখন এই নায়িকা এতই ব্যস্ত ছিলেন যে, দম ফেলার সময় পেতেন না। বছরে ৩৬টি সিনেমা পর্যন্ত করেছেন। তবে সময়ের স্রোতে অনেক কিছুই থেমে যায়। থেমে গেছেন পলিও।

মোহাম্মদ হোসেন পরিচালিত মান্নার বিপরীতে ‘ফায়ার’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে পা রাখেন পলি। এরপর শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি। মাত্র ৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে পলি অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। এখন পর্যন্ত অনেক সুপারহিট নায়িকা এত কম সময়ে এতগুলো ছবিতে অভিনয় করতে পারেননি। তবে এই অভিনেত্রীর বেশিরভাগ ছবি ছিল অশ্লীলতার দায়ে অভিযুক্ত! যার জন্য তিনি আজও সমালোচিত।

২০০৫ সালের দিকে যখন চলচ্চিত্র থেকে অশ্লীলতা সরে যেতে শুরু করে তখন পলিও রুপালী পর্দা থেকে ধীরে ধীরে গুটিয়ে নেন নিজেকে। গতকাল মঙ্গলবার হঠাৎ করেই দেখা মিললো তার! মিশা-জায়েদ খান প্যানেলের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে হাজির হতে এফডিসিতে এসেছিলেন তিনি। বহুদিন পর তাকে দেখে অনেক শিল্পীরাই তাকে জড়িয়ে ধরেন। মেতে উঠেন স্মৃতিচারণে।

জানা গেছে, পলি এখন রাজধানীর গুলশানে থাকেন। পুরোপুরি সংসারে মনোযোগী তিনি স্বামী-সংসার নিয়ে। এছাড়া একটা বুটিক হাউস আছে। স্বামীকে নিয়ে এই ব্যবসা দেখভাল করেন। পাশাপাশি নানারকম সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন একসময়ের চাহিদাসম্পন্ন এই চিত্রনায়িকা।

নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের এক ফাঁকে পলি বলেন, ‘চলচ্চিত্র থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের অনেক মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে। যেমন রুবেল ভাইসহ আরও অনেকের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। রুবেল ভাই এবারের নির্বাচনে মিশা-জায়েদ খান প্যানেলকে সমর্থন দিচ্ছেন। আমিও এই প্যানেলকে পূর্ণ সমর্থন দিচ্ছি।’

পলি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি এই প্যানেল জয়ী হলে চলচ্চিত্রের শিল্পীদের স্বার্থ রক্ষা হবে। শিল্পীরা সুস্থভাবে, সুন্দর কাজের পরিবেশ ফিরে পাবে। আর কাজের পরিবেশ ভালো হলে আমার মত যারা চলচ্চিত্র থেকে দূরে আছেন তারা আবারও ফিরবেন। অনেকেই ফিরছেন একটু একটু করে। একটা মন্দার সময় কেটেছে আমাদের। এখন খুব ইচ্ছে করে কাজ করি। কিন্তু কী লাভ। ছবি দেখার পরিবেশ তো নেই কোথাও। আশা করছি এই প্যানেল জয়ী হলে ভালো কিছু হবে। এখানে নানা প্রজন্মের দারুণ সমন্বয় হয়েছে প্রার্থিদের। সিনিয়র অনেক কিংবদন্তিরা এদের সঙ্গে আছেন বলে আরও সাহস পাচ্ছি। এনারা পরামর্শ দিয়ে সবার জন্য মঙ্গলজনক কিছু আনবেন বলে বিশ্বাস আছে।’

৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে