বুধবার, ০৩ মে, ২০১৭, ০৯:৪৩:০৫

ঘরের ছেলে ঘরে ফিরবে, এটাই স্বাভাবিক : শাকিব প্রসঙ্গে অপু

ঘরের ছেলে ঘরে ফিরবে, এটাই স্বাভাবিক : শাকিব প্রসঙ্গে অপু

বিনোদন ডেস্ক : গণমাধ্যমে দেশের পরিচালকদের ব্যাপারে ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগে পরিচালক সমিতিসহ এফডিসির ১২টি সংগঠন শাকিব খানের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেয়। এর দুই দিন পর শাকিব খান নিজে এসে ক্ষমা চান পরিচালকদের কাছে। ক্ষমাও পেয়েছেন। কিন্তু ঘটনার সুরাহা হওয়ার আগ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি শাকিবের স্ত্রী ও এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

এক প্রতিক্রিয়ায় অপু বলেন, আসল কথা কি, এই চলচ্চিত্রের মানুষগুলো শাকিবের কাছে তার পরিবারের মতোই। ১৮ বছর ধরে চলচ্চিত্রের এই পরিবারের সঙ্গে সে আছে। আমি মনে করি, এই দীর্ঘ সময়ে শাকিব নিজের পরিবারের চেয়ে বেশি সময় কাটিয়েছে চলচ্চিত্রের মানুষদের সঙ্গে। যাদের সঙ্গে শাকিবের সমস্যা তৈরি হয়েছিল, তারা শাকিবের বয়সে বড় ও শ্রদ্ধার। আবার শাকিবও তাঁদের স্নেহের। তাই দ্রুতই একটা সুন্দর সমাধান হয়ে গেছে। ঘরের ছেলে ঘরে ফিরবে, তাঁদের ভালোবাসা পাবে—এটাই স্বাভাবিক। সবাই এখন এক হয়ে গেল, আমি খুশি।

আগামী ঈদুল ফিতরে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ মুক্তির কথা শোনা যাচ্ছে। দীর্ঘ বিরতির পর এটাই শাকিব-অপুর নতুন ছবি। এর মধ্য শাকিব আবার কিছু দিন আগে ঘোষণা দিয়েছেন সে আর অপুর সাথে সিনেমা করবেন। তা যদি হয় তাহলে ‘রাজনীতি’ই শাকিব-অপু জুটির শেষ ছবি হতে যাচ্ছে।

‘রাজনীতি’ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমি খুব খুশি এটা জেনে। প্রায় এক বছর পর একসঙ্গে আমার আর শাকিবের ছবি দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। গত বছর ঈদুল আজহায় আমার কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু সেই সময় ঈদের চেয়েও বড় আনন্দ আমার জন্য অপেক্ষা করছিল, আমাদের ছেলে আব্রাম। এবারের ঈদটা আমার জন্য অন্য রকম। আমার ছবি, আমার সন্তান—এই দুই আনন্দ দর্শকের সঙ্গে ভাগাভাগি করতে চাই।

৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে