বুধবার, ০৩ মে, ২০১৭, ১০:০৫:২২

প্রয়োজনে আগামীতে আবার নির্বাচন করব: শাকিব খান

প্রয়োজনে আগামীতে আবার নির্বাচন করব: শাকিব খান

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আজ বুধবার (৩ মে) ওমর সানি-অমিত হাসান প্যানেল পরিচিতি সভায় যোগ দিয়েছেন তিনি। এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে তিনি বিভিন্ন কথা বলেন।

শাকিব খান বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দুইবার দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। শিল্পী সমিতির অবস্থা যদি আগের তুলনায় একটু ভালো হয়েছে বলে মনে হয় তবে বলব, ভালোর দিকেই থাকা উচিৎ। একটু ভালো হলে সামনে আরো ভালো হবে এটাই তো স্বাভাবিক।’

তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে আপনারা একটা ভালো প্যানেল নির্বাচন করেছেন। শিল্পী সমিতির প্রয়োজনে আমি সবসময় আছি এবং থাকব। যদি কখনো মনে হয় শিল্পী সমিতিতে আমাকে দরকার। প্রয়োজন হলে তখন আবারো নির্বাচনে আসব।’

আগামী ৫ মে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নির্বাচন। এতে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। তার মধ্যে অন্যতম ওমর সানি-অমিত হাসান প্যানেল। আজ ৩ মে, মগবাজারে একটি রেস্তোরাঁয় প্যানেলটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। শাকিব খান ছাড়াও চিত্রনায়ক আলমগীর, ওমর সানি, অমিত হাসানসহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে