বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ০৫:৩১:৫৮

এক সময়েরর বলিউড শাসন করা অভিনেত্রীর এখন একি হাল!

এক সময়েরর বলিউড শাসন করা অভিনেত্রীর এখন একি হাল!

বিনোদন ডেস্ক : বয়স যে শরীরে থাবা বসিয়েছে তা স্পষ্ট। তবে মেকআপে, লাল নেল পলিশে, কালার করা চুলে যত্নের ছাপ রয়েছে। এই মহিলার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওয়েব দুনিয়ার একটা বড় অংশ বলছে, এই ছবি নাকি এক বলিউডি নায়িকার।

সাতের দশকে যিনি অভিনয় দক্ষতা দিয়ে শাসন করেছেন বলিউড ইন্ডাস্ট্রি। মনে করা হচ্ছে, এটা অভিনেত্রী মুমতাজের এখনকার ছবি। কোথাও বেড়াতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তারপর সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল ওয়ার্ল্ডে।

যদিও মুমতাজ বা তার পরিবারের তরফে এ ছবি যে তারই তা এখনও প্রকাশ্যে জানানো হয়নি। এখন আর সর্বসমক্ষে একেবারেই দেখা যায় না মুমতাজকে। ২০১০-এ 'ওয়ান এ মিনিট' ছবিতে শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছে তাকে। তবে এই ছবি সত্যিই তার কিনা, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে।

রাজেশ খন্নার মৃত্যুর পর প্রকাশ্যে এই লুকেই দেখা গিয়েছিল মুমতাজকে। এই ছবিটির সঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটির বেশ কিছু মিল খুঁজে পাচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

২০১০-এ 'ওয়ান এ মিনিট' ছবিতে শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছে মুমতাজকে। পোস্টারের সেই ছবিটির সঙ্গেও অনেকে মিল খোঁজার চেষ্টা করছেন।

৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে