বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ০৮:২২:৪৭

বিনোদ খান্নার লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অক্ষয় কুমার!

বিনোদ খান্নার লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অক্ষয় কুমার!

বিনোদন ডেস্ক : পাঞ্জাবের গুরুদাসপুরে‌ বিনোদ খান্নার জায়গায় কাকে টিকিট দেওয়া হবে? তা নিয়ে আলোচনা চলছে বিজেপির অন্দরমহলে। দিন কয়েক আগে ক্যানসারে ভুগে মৃত্যু হয় বিনোদ খান্নার। শোনা ‌যাচ্ছে, গুরুদাসপুরে উপনির্বাচনে অক্ষয় কুমারকে প্রার্থী করতে পারে বিজেপি। ভাবা হচ্ছে ঋষি কাপুরের নামও।

বিজেপি সূত্রে খবর, পাঞ্জাবে বিধানসভা ভোটে বিজেপি হেরেছে। এই পরিস্থিতিতে গুরুদাসপুরে এমন প্রার্থী বাছতে হবে ‌যার জিতে আসার ক্ষমতা রয়েছে। বিনোদ খান্নার জায়গায় একজন সেলিব্রিটিকেই টিকিট দিতে চাইছেন মোদি-শাহ। আর তাদের নজরে রয়েছেন অক্ষয় কুমার। সাম্প্রতিককালে সেনাবাহিনী নিয়ে নানা বিতর্কে অক্ষয় ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছেন।

মোদির স্বচ্ছ ভারত কর্মসূচি নিয়ে ছবি টয়লেট এক প্রেম কথা-তে অভিনয় করছেন। একের পর এক দেশাত্মবোধক ছবি করছেন। নতুন প্রজন্মের ‘মিস্টার ভারত’ তিনিই। সর্বোপরি অক্ষয়ের ক্লিন ইমেজ। আর অক্ষয়ের ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। অক্ষয় ‌যদি বিজেপির হয়ে দাঁড়ান, সেক্ষেত্রে তার জয়ী হওয়ার সম্ভাবনা একশো শতাংশ।

অক্ষয়ের সঙ্গেই ভাবা হচ্ছে ঋষি কাপুরকে। ট্যুইটারে বিতর্কিত মন্তব্য করে সুনাম অর্জন করেছেন ঋষি। তবে তিনি মোদির সমর্থক। সেজন্য রাজ কাপুরের ছেলেকেও তালিকায় রেখেছে বিজেপি। এর পাশাপাশি সানি দেওল, সোনু নিগম ও রবিনা ট্যান্ডনের নাম নিয়েও আলোচনা হয়েছে।

বিজেপি অন্দরের খবর, অমিত শাহ ও নরেন্দ্র মোদি অক্ষয় কুমারকেই প্রার্থী করতে চাইছেন। দেশের জন্য কাজ করতে চান বলিউডের এই অভিনেতা। তিনি সাংসদ হলে আরও কাজ করার সু‌যোগ পেয়ে ‌যাবেন, এটাই বোঝানো হবে অক্ষয় কুমারকে।

বিজেপির এক নেতার কথায়, নরেন্দ্র মোদি ‌যদি নিজেই ফোন করে অক্ষয়কে প্রস্তাব দেন, তা ফেলে দিতে পারবেন না তিনি। অক্ষয়কে প্রার্থী করা নিয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।

৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে