শুক্রবার, ০৫ মে, ২০১৭, ০৩:৫২:৩১

সবার আগে সাইমন

সবার আগে সাইমন

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সবার আগে ভোট দিলেন নায়ক সাইমন সাদিক।

এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৬২৪জন। তাদের মধ্যে প্রথম ভোট দেন নায়ক সাইমন।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিল্পী সমিতির ২১ পদের জন্য একজন স্বতন্ত্রসহ তিনটি প্যানেল থেকে মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বিএফডিসিতে আজ (শুক্রবার) সকাল ৯ টা থেকেই প্রবীণ ও নবীন শিল্পীরা ভোট দিতে আসেন। এসময় কুশল বিনিময় হয় সবার সঙ্গে। বলা যায় এটি তারকাদের একটি বড় মিলন মেলাও।

এরপর সকাল ৯টা ৫৮ মিনিটে একই সময়ে ভোট দেন নায়িকা অপু ও বুবলী। বুবলী ভোট দিয়ে বেশি সময় থাকেননি। অল্প সময়ের মধ্যেই বিএফডিসি ছেড়ে চলে যান।

অপর দিকে অপু বিশ্বাসকে মৌসুমী, সাইমন ও ওমর সানীসহ অন্যদের সঙ্গে গল্প ও ছবি তোলতে দেখা যায়।

এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।

প্রার্থী হিসেবে তারকা শিল্পীদের মধ্যে রয়েছেন রোজিনা, অঞ্জনা, নূতন, সুব্রত, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, বাপ্পারাজ, অমিত হাসান, মৌসুমী, রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, পূর্ণিমা, পপি, ইমন, নিরব, সাইমনসহ অনেকেই।

প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর, সদস্য নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহিদুল হারুন এবং আপিল বোর্ডে চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম।

ভোট চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মধ্যরাতের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে