বিনোদন ডেস্ক : আমিতাভ রেজা। বাংলাদেশের একজন গুণী নির্মাতা। যার কদর সর্বক্ষেত্রে। তিনি সবসময় ক্যামেরার পেছনে থেকে নির্দেশনা দিতেই অভ্যস্ত। ফলে ক্যামেরার সামনে খুব কমই দেখা যায় তাকে।
এদিকে মাঝে-মধ্যে দু’একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে অমিতাভ রেজার উপস্থিতি থাকলেও, তার খুবই নগন্য। তবে এবার তাকে টিভি অনুষ্ঠানে দেখা যাবে সম্পূর্ণ নতুন ভূমিকায়। প্রথমবারের মতো তিনি উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন পর্দায়।
বিজ্ঞাপন নির্মাণের নেপথ্য শিল্পীদের নিয়ে মাছরাঙা টেলিভিশন বিশেষ একটি অনুষ্ঠান নির্মাণ করেছে। ‘বিজ্ঞাপনের অন্তরালে’ নামের এ অনুষ্ঠানেই উপস্থাপকের আসনে বসেছেন অমিতাভ রেজা।
আর অতিথি হিসেবে থাকছেন বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান গ্রে’র ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন, চিত্রগাহক নেহাল কোরাইশি ও ভয়েস আর্টিস্ট রিপন নাথ। প্রাণবন্ত আড্ডায় বিজ্ঞাপন নির্মাণের নানা দিক নিয়ে কথা বলেছেন তারা।
এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন