শুক্রবার, ০৫ মে, ২০১৭, ০৮:৩১:০০

ঢাকা কলেজের জিএস পরিচয় দিয়ে হাত ধরে টান, ক্ষুব্ধ অনন্ত জলিল

ঢাকা কলেজের জিএস পরিচয় দিয়ে হাত ধরে টান, ক্ষুব্ধ অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : শুক্রবার এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলে ‘ঢাকা কলেজের জিএম (জিএস)’ পরিচয় দিয়ে এক ব্যক্তি হাত টেনে ধরলে চটে যান অভিনেতা-নির্মাতা অনন্ত জলিল।  শুক্রবার দুপুরে এফডিসিতে ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

জলিল ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি সারা বাংলাদেশের সিআইপি।  বাংলাদেশে কলেজের কি অভাব আছে বলেন? আমার কাছে সব মানুষই সমান।  আমি সবার জন্য অভিনয় করি।  আলাদা কোনো পরিচয় না দেওয়াই পছন্দ করি।  আমরা সবাই সাধারণ মানুষ।’

তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অনন্তর আচরণে অনুতপ্ত হতে দেখা গেল তাকে। এরপর দ্রুত তিনি ভিড়ে মিশে যান। এফডিসিতে আজ অতিরিক্ত ভিড় হওয়ায় পরে তাকে খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় শুক্রবার সকাল ৯টায়।  চূড়ান্ত তালিকা অনুসারে নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ প্রার্থী।  ভোট দেবেন মোট ৬২৪ জন।  নির্বাচনে অংশ নিচ্ছে ৩টি প্যানেল।
৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে