শুক্রবার, ০৫ মে, ২০১৭, ০৯:১৭:০৪

কাকে ভোট দিলেন শাকিব খান?

কাকে ভোট দিলেন শাকিব খান?

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের অন্যতম সংগঠন শিল্পী সমিতি। প্রতি দুই বছর পর পর এর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৭-১৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (৫ মে)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সকাল ৯টা থেকে শুরু হয়েছে নির্বাচন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল। এক প্যানেলে সভাপতি পদপ্রার্থী ওমর সানি। একটি প্যানেলে আছেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর। তৃতীয় প্যানেলের সভাপতি প্রার্থী ড্যানি সিডাক।

২টি সহ-সভাপতি পদে বিপরীতে লড়ছেন ৫ জন। এরা হলেন- নূতন, নাদির খান, রিয়াজ, সাংকোপাঞ্জা ও অমৃতা খান। সাধারণ সম্পাদক পদ একটি। এ একটি পদের জন্য লড়ছেন অমিত হাসান, ইলিয়াস কোবরা ও জায়েদ খান। ১টি সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন ৩ জন। প্রার্থীরা হলেন- একা, রিনা খান ও সুব্রত। সহ-সাধারণ সম্পাদক হিসেবে ১টি পদের বিপরীতে ৩ জন লড়ছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে ১ টি পদের বিপরীতে আছেন ৩ জন প্রার্থী।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে ১টি পদের বিপরীতে ৪ জন রয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে ১টি পদের বিপরীতে ৩ জন প্রতিদ্বিন্দ্বিতা করছেন। কার্যকরি পরিষদ সদস্য হিসেবে ১১টি পদের বিপরীতে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন পরিচালক মমতাজুর রহমান আকবর। তিনি জানালেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শুরু হয়েছে। দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি দিয়ে ভোট গ্রহণ শেষ হবে বিকেল পাঁচটায়।

আকবর বলেন, ‘আমরা সর্বপ্রকার নিরাপত্তার ব্যবস্থা করেছি পুলিশসহ বেসরকারি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই।’

তারকারা তাদের পছন্দের সভাপতি নির্বাচিত করার জন্য ভোট দিতে এফডিসিতে আসছেন। সকাল থেকেই নির্বাচনকে ঘিরে তারকাদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। সব প্রার্থীই ভোটারদের কাছে পেলেই জড়িয়ে ধরছেন, শেষবারের মতো নিজের জন্য ভোট চাইছেন।

নির্বাচনে প্রিয় প্যানেলকে বিজয়ী করতে ভোট দিতে এলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। জুমার নামাজের পর এফডিসিতে ভোট দিতে আসেন শাকিব খান। খোশ মেজাজেই ছিলেন তিনি। ভোটও দিয়েছেন। তার আগমনে অন্যরকম উত্তেজনা পায় পুরো এফডিসি আঙিনা। চারদিকে হই-হুল্লোড় পড়ে যায়।

শাকিব খান কাকে ভোট দিয়েছেন, এটা হয়ত বলে দিতে হবে না। কারণ, নির্বাচনের আগেই তিনি ওমর সানি-অমিত হাসান প্যানেলকে পূর্ণ সমর্থন দিয়েছেন। সুতরাং ঢালিউড সুপারস্টারের ভোটটি স্বাভাবিকভাবেই সানি-অমিতের প্যানেলে পড়েছে।

উল্লেখ্য, এর আগে পরপর দুই বার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন শাকিব খান। এবারে তিনি নির্বাচনে অংশ নেননি।

এদিকে ভোটকে কেন্দ্র করে সেখানে চলছে তারকাদের আড্ডা। সকালে এফডিসিতে ভোট দিতে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর এফডিসিতে এলেন তিনি। দীর্ঘদিন পর অপুকে কাছে পেয়ে সহকর্মীরা ঘিরে ধরেন। নানা প্রশ্ন, গল্পে জমে ওঠে অপুর চারপাশ। অনেকে নির্বাচনের কথা ভুলে সেলফিতে ব্যস্ত হয়ে পড়েন। এর আগের টার্মে স্বামী শাকিব খান ছিলেন শিল্পী সমিতির সভাপতি। এবার তিনি প্রার্থী হননি। তাই অন্য কোন প্রার্থীকেই প্রতিনিধি হিসেবে বেছে নিতে ভোট দিয়েছেন অপু।

অন্যদিকে সকালে ভোট দিতে আসেন চিত্রনায়িকা বুবলীও। কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে মুখোমুখী হননি বুবলী। তারা একে অপরকে এড়িয়ে চলেন।

আলোচিত এই তিন তারকা, শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলী এফডিসিতে ভোট দিতে এলেও তিনজনকে একসঙ্গে দেখা যায়নি। কেননা, তিনজন ভিন্ন ভিন্ন সময়ে এফডিসিতে এসে ভোট দিয়ে গেছেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে