শুক্রবার, ০৫ মে, ২০১৭, ১০:১৬:২৫

বাহুবলীর দায়িত্ব শেষের ঘোষণা দিলেন পরিচালক রাজামৌলি

বাহুবলীর দায়িত্ব শেষের ঘোষণা দিলেন পরিচালক রাজামৌলি

বিনোদন ডেস্ক: বাহুবলী ঝড়ে শুধু ভারত নয় সারা বিশ্বই আক্রান্ত। গত শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বাহুবলী সিরিজের শেষ ছবি ‘বাহুবলী: দ্যা কনক্লুশন’। মুক্তির পর সাতদিনেই বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি।
 
বাহুবলী-২ দেখার পর ভারতের তাবৎ অভিনেতা, নিমার্তা, প্রযোজক বাহুবলী সংশ্লিষ্ট সবার প্রশংসায় পঞ্চমুখ। ছবিটির অভিনেতা প্রভাস, রানা দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুষ্কা শেঠি, সত্যরাজ, রামাকৃষ্ণাণের অভিনয়ের প্রশংসার সঙ্গে আরেকটি মানুষকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। আর তিনি হলেন নির্মাতা এস এস রাজামৌলি।
 
২০১২ সাল থেকেই যিনি শুধু বাহুবলী নির্মান নিয়ে পড়েছিলেন। প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। আর শেষ কিস্তি এল ২০১৭ সালে। পাঁচ বছরে নিজের সন্তানের মত আগলে রেখেছিলেন বাহুবলীর পুরো টিমকে।
 
অবশেষে বৃহস্পতিবার বাহুবলী ফ্রাঞ্চাইজির সঙ্গে দায়িত্বের বেড়াজাল ছিন্ন হল। বাহুবলী মুক্তির পর লন্ডনে প্রমোশনোর জন্য গিয়েছিলেনে পরিচালক রাজামৌলি ও অভিনেত্রী আনুষ্কা শেঠি। সঙ্গে ছবির অন্যান্য কলাকুশলীরাও ছিল। শেষ মুহুর্তের একটি প্রচারনায় অংশ নিয়ে রাজামৌলি নিজেই দায়িত্ব শেষের এই কথা টুইটারের মধ্যদিয়ে জানিয়ে দেন। আর বাহুবলীর সফলতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। টুইটার।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে