শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ১০:০২:০৯

রবি ঠাকুরের কবিতার নায়ক সেলিম

রবি ঠাকুরের কবিতার নায়ক সেলিম

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নায়ক হলেন। 'হঠাৎ দেখা' কবিতা অবলম্বনে নির্মিত একটি নাটকে প্রধান চরিত্রে রূপদান করেছেন। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রুবাইয়াত হাসান। এরই মধ্যে এর দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। শহীদুজ্জামান সেলিম বলেন, 'আমি শৈশব থেকেই রবি ঠাকুরের ভক্ত। তার লেখা নিয়ে যেকোনো ধরনের নাটক এবং টেলিছবি আমার কাছে অসাধারণ লাগে। এবার তার লেখা প্রেমের কবিতা অবলম্বনে নাটকে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। কবিতাটির চিত্রনাট্য বেশ ভালো হয়েছে।' নাটকের গল্পে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম চলচ্চিত্র নির্মাণের স্বপ্নে বিভোর থাকেন। তাই সংসারকর্মে উদাসীন। এ কারণে তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এভাবেই নাটকের গল্প এগিয়ে যাবে। এদিকে, শহীদুজ্জামান সেলিম বর্তমানে মঞ্চ ও বিভিন্ন নির্মাতার ধারাবাহিক নাটকে অভিনয় করে যাচ্ছেন। সেই সঙ্গে তিনি 'এক ঝাঁক মৃত জোনাকি' শীর্ষক একটি দীর্ঘ ধারাবাহিক নির্মাণ করেছেন। উল্লেখ্য, শহীদ্দুজ্জামান সেলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়েই নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। পরে ১৯৮০ সালে ঢাকা থিয়েটারে এসে যোগ দেন। এর প্রায় ৯ বছর পর বিটিভির আলোচিত ধারাবাহিক 'জোনাকি জ্বলে'র মধ্যদিয়ে ছোটপর্দায় তার অভিষেক ঘটে। তাকে একজন সফল নির্মাতা হিসেবেও চেনেন সবাই। তিনি 'চোরাবালি' চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে