শনিবার, ০৬ মে, ২০১৭, ০১:৪৯:৪৯

কেন মধ্যরাতে মদ পান করে এফডিসির ভোটকেন্দ্রে গেলেন আলোচিত শাকিব খান?

 কেন মধ্যরাতে মদ পান করে এফডিসির ভোটকেন্দ্রে গেলেন আলোচিত শাকিব খান?

বিনোদন ডেস্ক : এমন কাজই করেছেন শাকিব খান। মধ্যরাতে পদ পান করে এফডিসির ভোটকেন্দ্রে গেলেন আলোচিত শাকিব খান। কেন তিনি এভাবে সেখানে গেলেন? এই প্রশ্ন নিয়েই ফেটে পড়ছেন অন্যরা।     

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানী-অমিত হাসান প্যানেলকে আগেই সমর্থন জানিয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান।  গতকাল শুক্রবার দুপুরে এসে শাকিব তার ভোটাধিকারও প্রয়োগ করেছেন।  সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শান্তিপূর্ণভাবেই চলছিল ভোট গণনা।

কিন্তু মধ্যরাতে হঠাৎ ভোটকেন্দ্রে হাজির শাকিব।  এ সময় ভোট গণনার কক্ষে শাকিব যেতে চাইলে বাধা দেয় সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানসহ আরো কয়েকজন।  উপস্থিত অনেকেই বলেন, এ সময় শাকিব মদ্যপ অবস্থায় ছিলেন।

মধ্যরাতে শাকিব কেন এফডিসিতে? এ নিয়ে প্রশ্ন উঠেছে।  প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবরও স্বীকার করেছেন মাঝরাতে জোর করে শাকিব ভোট গণনার কক্ষে যেতে চেয়েছিল? তখন শাকিবকে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়।

এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে অবস্থান করা নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদপ্রার্থী ও সাধারণ ভোটাররা বিক্ষোভ শুরু করেন।  ভাঙচুরও হয়েছে।  বাঁশের আঘাতে আহত হন চিত্রনায়ক সাইমন।  তবে তা গুরুতর নয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘শাকিব খান হঠাৎ মদ্যপ অবস্থায় ভেতরে ঢুকে পড়েন।  সে ভোট গণনার ব্যাপারে জানতে চায়।  মিনিট দশেক সে ভেতরে অবস্থান করেছে।  এ নিয়ে বাইরে হট্টগোল শুরু হলে আমরা পুলিশকে ডাকতে বাধ্য হই।  পুলিশ এসে শাকিব খানকে পাহাড়া দিয়ে এফডিসির গেটের বাইরে দিয়ে আসে। ’

শাকিব বিগত মেয়াদে শিল্পী সমিতির সভাপতি ছিলেন।  এবার তিনি একজন সাধারণ ভোটার।  কিন্তু একজন সাধারণ ভোটার হয়ে শাকিব কেন মধ্যরাতে ভোট গণনার কক্ষে প্রবেশ করেছে? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভোটার।

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সারারাত ভোট গণনার পর প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর শনিবার সকালে ফলাফল প্রকাশ করেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৬২৪ জন।  ভোট দিয়েছেন ৫৫৮ জন।

এবার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্যানেল তিনটি হলো ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। এবার ১৪তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৬ মে, ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে