শনিবার, ০৬ মে, ২০১৭, ০৪:৪৭:০১

শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন মিশা সওদাগর

শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তার কাছে হেরেছেন এক সময়ের আলোচিত চিত্রনায়ক ওমর সানী ও আরেক খলনায়ক ড্যানি সিডাক।

মে অনুষ্ঠিত নির্বাচনের ফল পেতে অপেক্ষা করতে হয়েছে পরদিন সকাল পর্যন্ত।  অবশেষে নতুন নেতৃত্ব পেলেন চলচ্চিত্র শিল্পীরা।  প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন নবনির্বাচিতরা এমনটাই প্রত্যাশা সবার।

মিশা সওদাগর বলেন, ‘যে কোনো জয় পেলেই ভালো লাগে।  এটি একটি অন্যরকম জয়, এ কারণে যে এটি আমার একার নয়।  আমরা নীতিগতভাবে একসঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলাম, এই জয় তাদের সঙ্গে ভাগাভাগি করছি।  বিভিন্নভাবে বিশ্লেষণ করলে আমি মনে করি, এটি একটি দরকারি জয়।’

নতুন নেতৃত্ব নিয়ে কিভাবে এগিয়ে যেতে চান? এমন প্রশ্নের জবাবে মিশা বলেন, ‘আমার ইচ্ছে আছে একটি উপদেষ্টা কমিটি করবো।  যারা আমাদেরকে সঠিক ও ভালো কাজের পরামর্শ দেবেন।  আমার তাদের অনুশাসনে চলবো।  আমি মনে করি, আমার একক সিদ্ধান্তে একটি সংগঠন চলতে পারে না।  তাই আমি আমার প্যানেলে নবীন-প্রবীনদের সম্মিলন ঘটিয়েছিলা।  এতে আমি ভালো ফলও পেয়েছি। ’

সাধারণ সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করা মিশা সওদাগর আরও বলেন, ‘একইভাবে শাকিব খানকেও আমি সমিতির নেতৃত্বে এনেছিলাম। ’

মিশা জানান, চলচ্চিত্রের সব ধরনের সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে অচিরেই সভায় মিলিত হবেন তিনি। পৃথক সংগঠন হলেও সবাই এক পরিবার বলেই মন্তব্য করেন তিনি। সবার পরামর্শ নিয়ে ‘আমরা নীতিগতভাবে এক’ স্লোগানটির বাস্তবরূপ দেবেন পর্দার এই মন্দ মানুষ।

সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৫৯ ভোট। সাধারন সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন ২৭৯ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিত হাসানের সঙ্গে তার ভোট ব্যবধান ১০৬! সহ-সভাপতি পদে চিত্রনায়ক রিয়াজ ৩২৮ ভোট ও নাদির খান ২৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে