শনিবার, ০৬ মে, ২০১৭, ০৮:৫৮:২৭

শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন তারকারা

শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন তারকারা

বিনোদন ডেস্ক : উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব বেছে নিয়েছে শিল্পীরা। সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। শিল্পীদের নতুন নেতৃত্ব নিয়ে তারকাদের প্রত্যাশা কী?

অভিনেতা ফারুক বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে শিল্পীরা তাদের নেতৃত্ব বাছাই করেছে। যারা বিজয়ী হয়েছেন তাদের উচিত হবে সেই প্রত্যাশার সম্মান দেয়া। যারা ভোটে হেরেছেন তাদেরকেও কিন্তু অভিজ্ঞতা নিয়ে বিজয়ীদের পাশে থাকতে হবে। সবাই মিলে গড়ে তুলতে হবে আমাদের প্রিয় চলচ্চিত্র পরিবার।’

অভিনেত্রী সুচরিতা বলেন, ‘যারা জিতেছেন তাদের অভিনন্দন। শিল্পীদের স্বার্থে কাজ করার প্রত্যয় সবসময় রাখতে হবে। ইন্ডাস্ট্রিকে সচল রাখতে হবে। সিনিয়রদের সম্মান ও নবীনদের দিক নির্দেশনার চর্চাটা হোক চমৎকারভাবে।’

অভিনেতা সোহেল রানা বলেন, ‌‘আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি ঠিক করে দিয়েছি। এবার দেখতে চাই সকল স্বপ্ন আর প্রত্যাশার বাস্তবায়ন। আশা করছি সবাই মিলে সফল একটি কমিটি হবে।’

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‌‘জয়ী-পরাজয়ী কোনো শিল্পীর মধ্যে যেন রেষারেষি না থাকে সেটাই চাই। চলচ্চিত্র শিল্প একটা পরিবার। এখানে আমরা সবাই সবার তরে কাজ করবো। যারা নেতৃত্বে রয়েছেন তারা হবেন আমাদের দিশারী।’

চিত্রনায়িকা কেয়া সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘নীতিগতভাবে আমরা এক। আর বিজয়ীদের প্রতি রইলো আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। হার-জিত যাই হোক না কেন সবার প্রতি সবার ভালোবাসা যেন অটুট থাকে। সুন্দর দিনের প্রত্যাশায় রইলাম।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস নির্বাচনে ভোট দিয়েছেন। তিনি তার পছন্দের প্রার্থীদের প্রদান করেছেন। যে সব প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে এই নায়িকা বলেন, ‘এবারের নির্বাচনে যারাই প্রার্থী ছিলেন, তারা সবাই আমার খুব কাছের, আপন ও ভালো মনের সহশিল্পী। সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য যে এবারের কমিটিতে যারা আছেন, তাদের বেশির ভাগই নায়ক ও নায়িকা। তারা সবাই শিল্পীদের আবেগ-অনুভূতির ব্যাপারগুলো বুঝতে পারবেন। সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমরা যারা শিল্পী, তারা যেন সম্মানটাও পাই, সেদিকে নতুন কমিটি খেয়াল রাখবে বলে আশা রাখছি।’

চিত্রনায়ক বাপ্পী বলেন, ‘কালকের দিনটি ছিলো আমাদের চলচ্চিত্র পরিবারের মানুষদের জন্য ঈদ উৎসবের মতো। সবাই হেসে খেলে আনন্দ করে ভোট দিয়ে নিজেদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করেছি। এবার চাইব আমাদের প্রতিনিধিরা আমাদের জন্য অনেক কিছু করবেন। দেশের শিল্পটাকে বিশ্ব বাজারে নিয়ে যেতে ভূমিকা রাখবেন।’

চিত্রনায়িকা পরীমনি বলেছেন, ‘স্বজনপ্রীতি নয়, যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করবো মিশা ভাই ও জায়েদ খানসহ সকল বিজয়ী তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।’

চিত্রনায়িকা তানহা ফেসবুকে মিশা-জায়েদ খানকে মেনশন করে স্ট্যাটাস দিয়ে নব-নির্বাচিত এই দুই নেতাকে অভিনন্দন জানিয়েছেন।
৬ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে