ঢাকা: বাংলাদেশি চলচ্চিত্রের উন্নয়নে এফডিসির মসজিদে দোয়া অনুষ্ঠান হয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ায় শনিবার এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মিশা-জায়েদ প্যানেল। আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন মিশা-জায়েদ।
শনিবার সন্ধ্যা ৭টায় এফডিসি জামে মসজিদে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান, রিয়াজ, সাইমন, ইমনসহ অন্য সদস্যরা।
অনুষ্ঠানে জায়েদ খান সবার কাছে দোয়া চান। এসময় নবগঠিত কমিটি শিল্পীদের উন্নয়নে কাজ করতে সবাইকে সঙ্গে চান এবং দেশের চলচ্চিত্র শিল্প যেন আরও উন্নত হয় সে লক্ষে কাজ করবেন বলে তিনি জানান। তিনি বলেন, নতুন কিছু দেওয়ার জন্যই আমাদের এই কমিটি। বাংলাদেশের চলচ্চিত্র এই কমিটির হাত ধরে নতুন কিছু পাবে।
এসময় তিনি এফডিসি মসজিদের উন্নয়নে তার কমিটির অবদান থাকবে বলেও উল্লেখ করেন জায়েদ খান।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।
০৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস