ঢাকা: গত শুক্রবার ভোট গ্রহন শেষে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার কাজ। রাত দেড়টায় মদ্যপ অবস্থায় সেখানে ঢুকে পড়েন চিত্র নায়ক শাকিব খান। কিছুক্ষণ পরই ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন শিল্পী সমিতির এই সাবেক সভাপতি।
ভোট গণনাকক্ষে কারও প্রবেশের অনুমতি না থাকলেও পেছনের ছোট ফটক ব্যবহার করে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি প্রায় দশ মিনিট অবস্থান করার পর ভোট গণনাকারীরা তাঁকে বের করে দেন।
এই ঘটনার পর আজ রাত সাড়ে নয়টার দিকে অপু বিশ্বাস তার ফেইসবুক ভেরিফাইড পেইজের ওয়ালে প্রতিক্রিয়া জানিয়ে লিখেন, “শাকিব খান এমন একজন সুপারস্টার.... যে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে। ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছেন খাঁদের কিনার থেকে। তাঁর উপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশায় বুক বাঁধে। শাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে? অথবা শাকিবের ক্ষতি করে কি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব?
মধ্যরাতে শাকিব খানের উপর যারা হামলা করতে ছেয়েছিলেন তারা কারা? এই সাহস তারা কোথায় পায়? তাদের পিছনে ইন্ধন যোগায় কারা? একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই, এবং যারা এই ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন তাদের শাস্তি চাই”।
০৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস