রবিবার, ০৭ মে, ২০১৭, ০৯:২৮:৩২

চীনে প্রথম দিনেই ২৫ কোটি রুপি ব্যবসা করল দঙ্গল

চীনে প্রথম দিনেই ২৫ কোটি রুপি ব্যবসা করল দঙ্গল

বিনোদন ডেস্ক: দিন কয়েক ধরে ‘বাহুবলী: দ্য কনক্লুশান’ গর্জন করছে বক্স অফিসে। ঠিক তখনই চীনে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। দেশের বাইরে থেকে শোনা যাচ্ছে তার আমিরের গর্জন।

সূত্রের খবর, প্রথম দিনেই চীনে ২৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। সে দেশে প্রায় ৯ হাজার স্ক্রিনে একই সঙ্গে মুক্তি পেয়েছে কুস্তিগীর মহাবীর সিংহ ফোগাটের জীবনি নিয়ে নির্মিত ছবিটি।

গত বছর চীনে প্রায় চার হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছিল আমির খানের ‘পিকে’। প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, চিনে ‘দঙ্গল’ আরও ব্যবসা করবে। আমির খানের অনেক ভক্ত রয়েছেন ওখানে।

‘দঙ্গল’-এর সহ প্রযোজক ডিজনি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অমৃতা পাণ্ডে সাংবাদিকদের বলেন, ‘চীনে ন’হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে দঙ্গল। এটা রেকর্ড। ছবিটা আমাদের কাছে খুব স্পেশাল। ভৌগোলিক সীমানা পেরিয়ে যে এই ছবি দর্শকদের পছন্দ হবে, তা তো প্রমাণিত।’

চলতি বছরে বেইজিং ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে ‘দঙ্গল’। গত এপ্রিলে পরিচালক নীতীশ তিওয়ারিকে নিয়ে ছবিটির প্রোমোশনে চীনে গিয়েছিলেন আমির খান। তখনই অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে