রবিবার, ০৭ মে, ২০১৭, ১২:৩৮:১৬

ফিরলেন রোজিনা

ফিরলেন রোজিনা

বিনোদন ডেস্ক: বড়পর্দায় ১৯৭৬ সালে ‘জানোয়ার’ সিনেমাতে সহনায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান রোজিনা। পরে তিনি এফ, কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান। এই ছবিটি সফল হয় এবং তিনি হাতে বেশ কিছু ছবি পান। রোজিনার বেশির ভাগ ছবিই পোষাকী। সুঅভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চ নাটক করতেন।  

বাংলাদেশের সিনেমা জগত থেকে নির্বাসনে ছিলেন ও জানা গেছে, কলকাতায় বসবাস করছিলেন এই অভিনেত্রী। তবে রোজিনা ফিরেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মাধ্যমে। মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন এই গুণী অভিনেত্রী।

রোজিনার এই নেতৃত্বে ফেরাকে সংশ্লিষ্টরা ইতিবাচক দেখছেন। গুণী, সিনিয়র ও অনুকরণীয় শিল্পীকে দরকার এমনটাই অনেকের মত। সে ধারাবাহিকতায় রোজিনা নিজের জনপ্রিয়তারও যাচাই দিলেন। শিল্পীদের জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য তিনি কাজ করবেন প্রত্যাশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে