রবিবার, ০৭ মে, ২০১৭, ০৬:৫৮:০৯

‘শাকিব চাচা হতাশ হবেন না, আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ’

‘শাকিব চাচা হতাশ হবেন না, আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ’

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে শুক্রবার দিবাগত রাতে লাঞ্ছিত হন শাকিব খান।  বিষয়টি নিয়ে সিনেপাড়ায় জোর আলোচনা চলছে।  রয়েছে পরস্পরবিরোধী বক্তব্য।  এ ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেলিব্রিটি দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলেন ফারদিন এহসান। শাকিবকে আশা হারাতে মানা করেন তিনি।

ফারদিন রোববার দুপুরে লেখেন, ‘কালকে রাতে এফডিসিতে কী হয়েছে শাকিব খানের সাথে তার প্রত্যক্ষদর্শী আমি। শাকিব চাচা হতাশ হবেন না। চাইলেই দুইদিনের হিরো এসে ইন্ডাস্ট্রিতে শাকিব খান হতে পারবেন না। আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ।’

এছাড়া শাকিবের উপর হামলায় প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস ও পরিচালক সাইফ চন্দনসহ অনেকে। শনিবার রাতে এফডিসির সর্বত্রই শাকিব খানের ওপর হামলা নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জুনিয়র শিল্পী বলেন, আসলে সেদিন শাকিব ভাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ইট পাটকেল, চেয়ার ছুঁড়ে মারাটা খুব বাজে লেগেছে। এটা ঠিক হয়নি। আমি নিজেও সেসব গালি হজম করতে পারতাম না।  

শাকিব খানকে লক্ষ্য করে কারা এসব করেছেন সেসবকে অনেকেই নিয়মিত শিল্পীরা চেনেন না। এ নিয়ে 'বহিরাগত' ইস্যুটিও জোরালো হয়েছে। শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। এখনো দায়িত্ব বুঝিয়ে দেননি। সে অনুযায়ী তিনি এফডিসিতে আসতেই পারেন। অবশ্য শাকিব নিজেও সে কথা বলেছেন। ভোট গণনা দেরি দেখেই তিনি খোঁজ নিতে এসেছিলেন, এটাকে তিনি অন্যায় হিসেবেও দেখছেন না। দায়িত্ব থেকেই এসেছিলেন।

কিন্তু শাকিব খান প্রকাশ্যে ওমর সানী প্যানেলকে সমর্থন করেছিলেন ফলে তার ভোট গণনা কক্ষে ঢুকে যাওয়াটা আইনত ঠিক হয়নি বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু শাকিব খানের সাথে যে আচরণ করা হয়েছে তাও মেনে নিতে পারছেন না তারা।

৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে