রবিবার, ০৭ মে, ২০১৭, ০৭:৩০:১০

আমরা যে যার মতো সুন্দর! কাউকে ছোট করবেন না: প্রিয়াঙ্কা

 আমরা যে যার মতো সুন্দর! কাউকে ছোট করবেন না: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: ‘আমাদের থেকে একদম আলাদা... কোঁকড়ানো নয়, ভীষণ সুন্দর’, তাদের মধ্যে একজন বলে উঠল। ‘হুঁ, কিন্তু আমারটা বড্ড সোজা যে, তোমাদেরটাই ভাল,’ উত্তর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘না, তা নয়’, চোখে-মুখে মন খারাপের ছাপ স্পষ্ট। ‘হ্যাঁ, অবশ্যই। তোমাদেরটাই সুন্দর’, জোর গলায় তাঁদের বোঝানোর চেষ্টা করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

শেষে জোর গলায় প্রিয়াঙ্কা বলে উঠলেন, ‘তোমাদেরটা কোঁকড়ানো, এটা আলাদা আর এটাই সুন্দর। তোমরা ভীষণ সুন্দর চুলের অধিকারী। ’
দক্ষিণ আফ্রিকার কয়েক জন খুদের সঙ্গে প্রিয়াঙ্কার কথোপকথন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এমনই একটা ভিডিও পোস্ট করেছেন তিনি। যার মাধ্যমে আত্মসম্মান বজায় রাখা এবং নিজের অবমূল্যায়ন না করার পাঠ দেন প্রিয়াঙ্কা।  

মাত্র ৪২ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই পাঁচ লাখেরও বেশি মন জিতে নিয়েছে। ইনস্টাগ্রামে প্রায় ছয় লাখ এবং ফেসবুকে এখনও পর্যন্ত দেড় লাখের বেশি ইউজার লাইক করেছেন এই পোস্ট। আমেরিকা, ইউরোপের উন্নত দেশগুলিতেও যখন প্রায়ই বর্ণবিদ্বেষের শিকার হতে হচ্ছে মানুষকে, সেখানে প্রিয়াঙ্কার এই উদ্যোগ বহুল প্রশংসিত হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কাকে ঘিরে রয়েছে অনেক শিশু। যারার প্রিয়াঙ্কা সোজা, লম্বা চুলের দিকে তাকিয়ে প্রায় মুগ্ধ হয়ে উঠেছিল। নিজেদের কোঁকড়ানো, ছোট চুলের জন্য মন ভার করছিল। আর তাদেরই প্রিয়াঙ্কা বোঝালেন, কারওটাই কম-বেশি নয়, প্রত্যেকেই আলাদাভাবে সুন্দর। ওরা তাঁর থেকে হয়তো একটু আলাদা। কিন্তু ওরাও সুন্দর। ভিডিওটির ক্যাপশনও দেন, ‘‘আমরা সকলেই সুন্দর। কাউকে কখনও কম সুন্দর বলে তাঁকে ছোট করবেন না। ’’

প্রিয়ঙ্কা ইউনিসেফ-এর গুডউইল অ্যাম্বাসাডর। ইউনিসেফের সঙ্গেই সম্প্রতি তিনি জিম্বাবুয়ে-সহ দক্ষিণ আফ্রিকার বেশ কিছু জায়গায় গিয়েছিলেন। সেখানে শিশুদের উপরে নির্যাতন বন্ধ করতে কাজ করছে ইউনিসেফ। কয়েক জন শিশুর সঙ্গে কথা বলার ওই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে