সোমবার, ০৮ মে, ২০১৭, ০৯:০২:২১

ভারতে জাস্টিন বিবারের নিরাপত্তায় ৫০০ পুলিশ!

 ভারতে জাস্টিন বিবারের নিরাপত্তায় ৫০০ পুলিশ!

বিনোদন ডেস্ক: মুম্বাই শহরের উন্মাদনার কেন্দ্রবিন্দুতে এখন পপ সেনশেসন জাস্টিন বিবারের  কনসার্ট।  পুরো শহর যেন ‘বিবার জ্বরে’ কাঁপছে।  ১০ মে মঞ্চ মাতাতে আসছেন জাস্টিন বিবার।  মুম্বাইয়ের ‘ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে’ হাজারো ভক্তদের সামনে গান গাইবেন তিনি।  অন্তত সাড়ে ৪ হাজার দর্শক সরাসরি দেখার সুযোগ পাবেন কনসার্টটি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিপুল ভিড়ের কথা চিন্তা করে এরই মধ্যে মুম্বাই পুলিশ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে।  শেষ মুহূর্তের

বিশৃঙ্খলা এড়াতে দরকারি সব পদক্ষেপই গ্রহণ করছে পুলিশ।  পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে ৫০০ পুলিশ।  ভিড় কমাতে একটি পুলিশ কন্ট্রোল রুমেরও ব্যবস্থা করা হয়েছে।  অনুষ্ঠান শুরু হওয়ার আগে বম্ব ডিটেকশন এবং ডিসপোজাল স্কোয়াডের মাধ্যমে সম্পূর্ণ স্টেডিয়াম পরীক্ষা করা হবে এবং ড্রোন ক্যামেরাগুলি পুলিশ কন্ট্রোল রুমে লাইভ ফিডে রাখা হবে।

আয়োজকরা ১৫০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রেখেছে।  এর আগে জাস্টিন বিবারের কনসার্ট নিয়া চলছিল নানা বিতর্ক।  কে সঞ্চালনা করবে পুরো অনুষ্ঠান, কাকে দেখা যাবে তার সঙ্গে গান গাইতে।  তবে সব কিছুর অবসান হবে ১০ মে।  তাই গানপ্রেমী ভক্তদের এখন অপেক্ষা জাস্টিন বিবারের কনসার্ট দেখার জন্য।

মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত এই বিষয়ে বলেন, কনসার্ট আয়োজকরা নিরাপত্তার স্বার্থে, টিকিট দেখে প্রবেশ করাবে দর্শকদের।  এছাড়া স্টেডিয়ামের ভেতরে নজর রাখতে সব সময় পুলিশের ব্যবস্থা আছে। -ইন্ডিয়ান এক্সপ্রেস
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে