বিনোদন ডেস্ক: ভুলভাল হিন্দি উচ্চারণ আর অভিনয়ের অদক্ষতার কারণে বলিউডের প্রথমসারির অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিতে ক্যাটরিনা কাইফের লেগেছিল বেশ কয়েকবছর। বলিউডের তার ক্যারিয়ারই শুরু হয় 'বি' গ্রেডের চলচ্চিত্র দিয়ে। তারপরও কখনই বেকার বসে থাকতে হয়নি ক্যাটরিনাকে।
ছবি বাণিজ্যিকভাবে ফ্লপ হলেও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ক্যাটের ক্যারিয়ার গ্রাফ ছিল বরাবরই উর্ধ্বমুখী। ক্যাটরিনার অবিসংবাদিত সৌন্দর্য্যই তার মূল রহস্য বলে মনে করেন অনেকে।
বলিউডে গুণী অভিনেত্রীদের তালিকায় ক্যাটরিনার অবস্থান যেখানেই হোক, মূল সুন্দরীদের তালিকায় তিনি কিন্তু বরাবরই এগিয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। ছবিটি তার ১২ বছর বয়সে তোলা। তিনি তখনও যথেষ্ঠ সুন্দরী ছিলেন। আর ক্যামেরার সামনে অমন কিশোরী বয়সেই নিজের সম্প্রতিভ উপস্থিতি দেখে ৩৩ বছরের ক্যাটরিনা নিজেই বিস্ময় প্রকাশ করেছেন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস