বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জন্য সেন্ট্রাল সার্ভারের ব্যবস্থা করবেন শিল্পী সমিতির সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান। নির্বাচনে জয়লাভের পর এফডিসিতে শনিবার সন্ধ্যায় তিনি এ কথা জানান।
জায়েদ বলেন, চলচ্চিত্রে দুরাবস্থা শিগগিরই কেটে যাবে। এ জন্য কয়েকটি পদক্ষেপ নিতে হবে। তবে সবার আগে চলচ্চিত্রের জন্য সেন্ট্রাল সার্ভারের ব্যবস্থা করতে হবে। নির্বাচনে যেহেতু জয়লাভ করেছি অবশ্যই সবার আগে এ বিষয়ে কাজ করবো।
তিনি আরো বলেন, যাবতীয় অনিয়ম বন্ধ ও চলচ্চিত্রের কাঠামো পরিবর্তন করা গেলে চলচ্চিত্র আবার চাঙ্গা হবে। ফিরে পাবে সোনালী অতীত।
প্রসঙ্গত, প্রতিদ্বন্দ্বী অমিত হাসান ও ইলিয়াস কোবরাকে পরাজিত করে ভোটের মাধ্যমে জয় লাভ করেন জায়েদ খান। অন্যদিকে শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর
৮ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর