সোমবার, ০৮ মে, ২০১৭, ১১:৪৩:২৯

'মিসেস কুক' পূর্ণিমা

'মিসেস কুক' পূর্ণিমা

বিনোদন ডেস্ক: 'মিসেস কুক' শিরোনামের নতুন একটি খণ্ড নাটকে কাজ করছেন পূর্ণিমা। শ্রাবণী ফেরদৌসের রচনা ও শুভ্র খানের পরিচালনায় এর শুটিং শুরু হয়েছে উত্তরার একটি শুটিং হাউসে।  

পূূর্ণিমা বলেন, নাটকটিতে আমার বিপরীতে কাজ করছেন নাসিম ও ইমন। গল্পটি বেশ সুন্দর। আশা করি নাটকটি ঈদে দর্শক উপভোগ করবেন।  

'মিসেস কুক' এর আগে রায়হান খানের রচনা ও নির্দেশনায় 'যখন সময় থমকে দাঁড়ায়' নাটকে অভিনয় করেন পূর্ণিমা। এ নাটকটিও ঈদে প্রচারিত হবে। ঈদ উপলক্ষে চয়নিকা চৌধুরীর 'তালপাতার পাখা' নাটকেও অভিনয় করবেন পূর্ণিমা।  
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে