শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০২:০১:৪২

জয়ার সাম্প্রতিক ব্যস্ততা

জয়ার সাম্প্রতিক ব্যস্ততা

বিনোদন ডেস্ক : কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসানের আলোচিত সিনেমা ‘রাজকাহিনী’। বাংলাদেশে মুক্তির মিছিলে রয়েছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’। এ ছাড়াও তার হাতে রয়েছে আরো কয়েকটি সিনেমার প্রস্তাব। এর মধ্যে সম্প্রতি চারটির কথা নিশ্চিত করেছেন প্রশংসিত এ অভিনেত্রী। আর অন্য দু’টি হলো একটি হলো মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, অন্যটি সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’। এদিকে গেলো সোমবার শুরু করছেন ‌‘পুত্র’র শুটিং। অন্যদিকে ‘বিউটি সার্কাস’ সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ ছবিতে অভিনয় করব। এই ছবিতে আমাকে সার্কাসের একজন শিল্পীর চরিত্রে দেখা যাবে। এই চরিত্রের প্রস্তুতির জন্য আমাকে অনেকটা সময় দিতে হবে। ছবিটির শুটিং হবে আগামী বছরের জানুয়ারি মাসে।’ এ ছাড়া হাসান আজিজুল হকের গল্পে অভিনয় করতে যাচ্ছেন জয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসান আজিজুল হকের গল্প ‘খাঁচা’ নিয়ে আকরাম খান একটি ছবি তৈরি করবেন। হাসান আজিজুল হক আমার খুবই প্রিয় একজন লেখক। তার অনেক লেখা পড়েছি। এবার প্রিয় লেখকের গল্পের ছবিতে কাজ করব, এটা আমার জন্য অনেক আনন্দের। ছবিটিতে কাজের ব্যাপারে আকরাম খানের সঙ্গে আমার অনেক আগেই কথা হয়েছে। এখন তা চূড়ান্ত হলো। ‘রাজকাহিনী’ ছবির গল্পের প্রেক্ষাপট ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে, আবার ‘খাঁচা’ গল্পটিও কিন্তু সেই একই সময়ের।’ এ ছাড়া কলকাতার সিনেমা সম্পর্কে জয়া বলেন, ‘কলকাতায় কয়েকটি ছবির ব্যাপারে আলোচনা হয়েছে। এখনই সবকিছু বলতে চাইছি না। ‘বেলা শেষে’ ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় একটি ছবির কাজ করবেন। নাম ‌‘কণ্ঠ’। এই ছবিতে আমি কাজ করব। আমার সঙ্গে আরও অভিনয় করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কোয়েল মল্লিক।’ ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে