মঙ্গলবার, ০৯ মে, ২০১৭, ০৪:৫২:২০

রবীন্দ্রনাথের প্রথম প্রেম নিয়ে ছবি বানাবেন প্রিয়াঙ্কা

রবীন্দ্রনাথের প্রথম প্রেম নিয়ে ছবি বানাবেন প্রিয়াঙ্কা

বিনোদন: এবারে রবীন্দ্রনাথের জীবনের প্রথম প্রেম নিয়ে ছবি বানাবেন বলিউডের হার্টথ্রব নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এ নিয়ে তার প্রাথমিক পরিকল্পনাও শেষ পর্যায়ে রয়েছে। ছবিটির নাম ঠিক করা হয়েছে 'নলিনী'।

ছবিটি পরিচালনা করবেন 'এস্কেপ ফ্রম তালিবান' ছবির জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্দেশক উজ্জ্বল চট্টোপাধ্যায়। কাহিনী সাজিয়েছেন সাগরিকা চট্টোপাধ্যায়। স্ক্রিপ্ট লেখার কাজে ভাল মাত্রায় নজরদারিতে থাকছেন স্বয়ং প্রিয়াঙ্কা।

কাহিনীর গবেষণামূলক দিকটির সঙ্গে জড়িয়ে একাধিক রবীন্দ্র-বিশেষজ্ঞ ও সাংবাদিকের একটি দল। পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, ছবির কাহিনী রবীন্দ্রনাথের জীবনে প্রথম প্রেম নিয়ে এগিয়ে গেছে। সে সময় কবির বয়স ১৮। শোলাপুরে, পান্ডুরাম থাড়কড়ের মেয়ে অন্নপূর্ণার দায়িত্ব পড়ে কবিকে ইংরেজি শেখানোর।

অন্নপূর্ণার বয়স তখন সবে ২০। নীলনয়না। অক্সফোর্ড-উত্তীর্ণা। পোশাকে-স্বভাবে-কেতায় পুরো সাহেবি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ-অন্নপূর্ণা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রেমিকার ইচ্ছেতেই কবি মারাঠি কন্যা অন্নপূর্ণার নাম দেন 'নলিনী'।

তাকে নিয়ে গানও লেখেন, 'শুনো নলিনী খোলো গো আঁখি...'। এ খবর তেমন কারও হয়ত-বা গোচরে ছিল না। প্রেম স্থায়ী হয়নি। কবির বাবা জানতে পেরে তাকে বিলেতে পাঠিয়ে দেন। ওদিকে অন্নপূর্ণার বিয়ে হয় হ্যারল্ড লিটলডেল নামের এক ব্রিটিশ অধ্যাপকের সঙ্গে। কিন্তু রবীন্দ্রনাথকে তিনি ভুলতে পারেননি। কিছু ঘটনাতে তা প্রকাশও পায়।

ছবির কাহিনীর শুরু, ২০১৭ তে। যখন এডিনবরা থেকে গবেষক জন হ্যাম নলিনীর উৎস-সন্ধানে ভারতে এলেন। এখান থেকেই ছবি কখনও চলে যাবে ফ্ল্যাশব্যাকে। কখনও ফিরে আসবে সমকালে।

ছবির কাজ শুরু হবে অক্টোবর-নভেম্বরে। নলিনীর ভূমিকায় থাকতে পারেন মারাঠি অভিনেত্রী সোনালি কুলকার্নি। তবে সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা এখনো পুরোপুরি নিশ্চত হয়নি বলে জানিয়েছে বলিউড লাইফ ডটকম।
০৯ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে