মঙ্গলবার, ০৯ মে, ২০১৭, ০৯:৫০:২৭

সংশোধিত ফলাফল বুঝে নিলেন ওমর সানি

সংশোধিত ফলাফল বুঝে নিলেন ওমর সানি

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনের সংশোধিত ফলাফল বুঝে নিয়েছেন সভাপতি পদে পরাজিত প্রার্থী ওমর সানি।  মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যালয়ে নতুন ফলাফল সানির হাতে তুলে দেয়া হয়।

এর আগে শিল্পী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশোধিত ফল প্রকাশ করেন নির্বাচন বোর্ডের আপিল বিভাগ। এ সময় আপিল বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর ও তার দুই সহকারী। তারা ভোট গণনায় অসঙ্গতির অভিযোগ তোলা ওমর সানিকে ফলাফল বুঝিয়ে দেন। এ সময় তার সঙ্গে তার স্ত্রী ও নবনির্বাচিত কার্যকরী সদস্য মৌসুমীও ছিলেন।

এর আগে গত রোববার নির্বাচনের ফলাফলে অসঙ্গতির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আপিল বোর্ডের কাছে লিখিত আবেদন করেন ওমর সানি।

তার আবেদনে সাড়া দিয়ে গতকাল সোমবার দুপুর থেকে পুনরায় ভোট গণনা করা হয়। নতুন ফলাফলে সভাপতি পদে ওমর সানির ৯ ভোট বাড়লেও জয়ী ঘোষণা করা হয়েছে মিশা সওদাগরকেই। কেননা মিশা ও সানির  জয়-পরাজয়ে ভোটের ব্যবধান ব্যাপক।

এ সময় নির্বাচনের আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু নতুন ফল পড়ে শোনান। তিনি বলেন, `দুঃখ প্রকাশ করে বলছি, প্রাথমিকভাবে ফল প্রকাশে কিছু অসঙ্গতি ছিলো। সভাপতি পদপ্রার্থী ওমর সানির আবেদনের প্রেক্ষিতে তা খতিয়ে দেখা হয়েছে। নতুন করে ভোট গণনায়  সানির ৯টি ভোট বেড়েছে। ৯টি ভোট গণনায় ভুল ছিলো। ‘আর দুইটা ডামি ভোটসহ ৪টি বাতিল ভোট বেড়েছে। এখন বাতিল ভোট বেড়ে হয়েছে ৯৩টি।`

তিনি বলেন, `পুনরায় ভোট গণনায় কার্যকরী সদস্য পদে নানাশাহের  ভোট বেড়েছে ১টি। তার ভোট সংখ্যা ২৫২টি। আর বিজয়ী সুশান্তের ১১৭ ভোট কমে যাওয়ায় তিনি ২২৫ ভোট নিয়ে হেরে গেলেন নানাশাহের কাছে।`

ফল ঘোষণা শেষে আপিল বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু ওমর সানির উদ্দেশ্যে বলেন, `প্রাথমিক ফল প্রকাশে কিছু ভুল ছিলো। চূড়ান্তভাবে এই ফলাফল পাওয়া গেছে। যদি আপনার আপত্তি বা সন্দেহ থাকে তবে আপনার সামনে আমরা ভোট গুণে দিতে চাই।`

এ সময় ফল মেনে নিয়ে ওমর সানি বলেন, `ভোট আর গণনার দরকার নেই। এখানে আপনারা যারা আছেন সবাইকে আমি সম্মান করি এবং বিশ্বাস করি। আমি ফল মেনে নিলাম। এফডিসি (বিএফডিসি) আমার ২৮ বছরের প্রাণের জায়গা। এখানে আমি আপনাদের চোখের সামনেই বড় হয়েছি।

‘এর আগে আরো ছয়টি নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। একবার হেরেছিলাম। এবারও হারলাম, দুঃখ নেই। তবে এবারের অভিজ্ঞতা খুব তিক্ত,` বলেন তিনি।

নতুন ফলাফল নিয়ে ওমর সানি কোনো আইনি ব্যবস্থা নেবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, `আমার সিনিয়ররা আছেন। আলমগীর ভাই, ফারুক ভাই, ববিতা আপা, কবরী আপা, শবনম আপা, ইলিয়াস কাঞ্চন ভাইয়েরা আছেন। তাদের কাছে ফলাফল নিয়ে যাব। তারা আমাকে যা বলবেন তাই মেনে নেব। মিশা আমার বন্ধু। আমরা সবাই একই ইন্ডাস্ট্রির। এসব নিয়ে আমি কোনো চিন্তা করি না। কেউ না কেউ তো জিতবেই।`

প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, `নতুন করে ফলাফলে আরো কিছু পরিবর্তন এসেছে। ফেরদৌস, আকতার ও যুবরাজের ভোট বেড়েছে। আলীরাজের ভোট কমেছে ১০টি।`

আগামী ১১ তারিখ চূরান্ত ফলাফল নোটিশ বোর্ডে টানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে