মঙ্গলবার, ০৯ মে, ২০১৭, ১০:১৪:৩৩

হেরে গেলেন তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া সুশান্ত

হেরে গেলেন তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া সুশান্ত

বিনোদন ডেস্ক: তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েও পুনর্গণনায় হেরে গেছেন অভিনেতা সুশান্ত! এমনই বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

সভাপতি পদপ্রার্থী ওমর সানী নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলুর কাছে গত রবিবার বিকালে অসামঞ্জস্য ফলাফল ও কারচুপির অভিযোগ এনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন করেন। তার অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার আপিল বোর্ডের সদস্যরা নির্বাচনের ভোট আবারও গণনা করেন। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ ভোট গণনার কাজ।

এদিন বিকালে আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু জানান, এই গণনায় ওমর সানির পাওয়া ভোটের সঙ্গে আরও ৯টি ভোট যোগ হয়েছে। ফলে নির্বাচনে তার প্রাপ্ত ১৫৩ ভোট থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬২ ভোট। কিন্তু তাতে ফলাফলে কোনো প্রভাব পড়বে না। এদিকে আজ মঙ্গলবার সকালে আবারও ভোট গণনা করা হয়। এবার তৃতীয় সর্বোচ্চ বিজয়ী সুশান্তকে পরাজিত দেখানো হলো। এর আগে সুশান্ত পেয়েছিলেন ৩৪২ ভোট। আর আজ আবার গণনার পর জানানো হলো- সুশান্ত পেয়েছেন ২২৫ ভোট। এবার বিজয়ী দেখানো হলো নানা শাহকে। তার ভোটপ্রাপ্তি দেখানো হলো ২৫২ টি।

সুশান্তের এমন পরাজয়ে বিস্ময় প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্র সংশ্লিষ্ট ও ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই নির্বাচন ও 'লুকোচুরি'র ফল নিয়ে। সুশান্তকে নিরীহ দাবি করে ভক্তরা বলছেন ইচ্ছেকরেই হারিয়ে দেওয়া হয়েছে। চলচ্চিত্র ভক্তরা এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। বলছেন, 'ভোট গণনায় এতো পার্থক্য হয় কীভাবে?' তারা আশু প্রকৃত ফলাফল দেওয়ার দাবি জানিয়েছেন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে