বুধবার, ১০ মে, ২০১৭, ০৯:২৬:১৫

চলন্ত গাড়িতে বিক্রমের সঙ্গে হাতাহাতিতেই প্রাণ গেছে সনিকার!

চলন্ত গাড়িতে বিক্রমের সঙ্গে হাতাহাতিতেই প্রাণ গেছে সনিকার!

বিনোদন ডেস্ক: সময় যত গড়াচ্ছে, ততই জটিল হচ্ছে সনিকা সিং চৌহানের মৃত্যু রহস্য। সেই রাতে বিক্রমের সঙ্গে সনিকার বচসা এবং পরে হাতাহাতির জেরেই কি দুর্ঘটনা? এমনই একটি খবর সামনে আসার পর ফের শুরু হয়েছে নতুন জল্পনা।

সূত্রের খবর, কলকাতার সেক্সপিয়র সরণির একটি পানশালা থেকে রাত ২.১০ এর দিকে বেরিয়ে যান বিক্রম এবং সনিকা। শরীর খারাপ লাগছিল বলেই বাড়ি যেতে চান ওই মডেল। সেই সময় বিক্রমই তাঁকে পৌঁছে দিতে এগিয়ে যান। কিন্তু, ওই পানশালা থেকে সনিকার বাড়ি যেতে কয়েক মিনিট লাগার কথা থাকলেও, ৩.৩০ টার দিকে দুর্ঘটনা ঘটে। ২.১৫ থেকে ৩.৩০ পর্যন্ত কোথায় ছিলেন বিক্রম ও সনিকা? এত দেরি কেন হলো তাঁদের? সেই প্রশ্নও উঠতে শুরু করে।

যদিও, পুলিশের ওইসব প্রশ্নের জবাব বেশ গুছিয়েই দিয়েছেন বিক্রম। তা সত্ত্বেও সব প্রশ্নের উত্তর মেলেনি। সুত্র বলছে, অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সনিকার দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও, সম্প্রতি নাকি সেই সম্পর্কে ভাটা পড়ে। আর ওই সময় সনিকার সঙ্গে বেশ কিছুটা সম্পর্ক তৈরি হয় বিক্রমের।   আর সেই কারণেই কি দুর্ঘটনার রাতে সাহেবের সঙ্গে বাড়ি ফিরে যাননি সনিকা?

সূত্র বলছে, ওই রাতে বিক্রমের সঙ্গে সনিকার প্রথমে কথা কাটাকাটি হয়, তারপর সেই ঝামেলা পৌঁছে যায় হাতাহাতিতে।   আর তখনই সিট বেল্ট খুলে যায় সনিকার। সেই সময়ই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায় বিক্রমের হাত থেকে। এবং বিক্রমের হাত পিছলে গিয়ে গাড়ি ধাক্কা মারে রাস্তার পাশে। ফলে অকালে প্রাণ চলে যায় সনিকার।   যদিও, এর সত্যতা কতদূর, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে টালিগঞ্জ থানায় গিয়ে টানা জেরার মুখে পড়ে ম্নল্বার রাতে বয়ান বদল করেন অভিনেতা বিক্রম। ঘটনার দিন তিনি মদ্যপান করেছিলেন কিন্তু মত্ত ছিলেন না বলে দাবি করেছেন তিনি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে