বিনোদন ডেস্ক: কথা দিয়েছিলেন বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য কিছু করতে চান। এবারে সেই প্রচেষ্টাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন হৃতিক রোশন। মাল্টিপ্লেকস অধিকর্তাদের কাছে তাঁর অনুরোধ বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য পরিকাঠামো উন্নত করতে হবে।
‘কাবিল’ ছবিতে দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করে রীতিমতো সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন হৃতিক। ছবির প্রচারের সময়েও তিনি বারবার স্বীকার করেছেন ‘কাবিল’ তাঁর জীবন দর্শন পালটে দিয়েছে। ‘ছবিটায় অভিনয় করে এই ধরনের মানুষদের জীবন সম্পর্কে আমি অনেককিছু জানতে পেরেছি। পাবলিক প্লেসে তাঁদের জন্য পর্যাপ্ত সুযোগসুবিধা নেই, এই বিষয়টা তখন থেকেই আমাকে ভাবায়। ভারতে প্রায় দু’কোটি মানুষ দৃষ্টিহীন। এটা একটা বড় কাজ মানছি, কিন্তু অসম্ভব নয়’ জানিয়েছেন ‘কাবিল’ এর রোহন।
গত রবিবার মুম্বইয়ের একটি মাল্টিপ্লেক্সে সপরিবারে ছবি দেখতে গিয়েছিলেন হৃতিক। বাইরে মিডিয়ার আক্রমণ। হৃতিকের মতে ‘বড় পরদার অভিজ্ঞতা থেকে বিশেষভাবে সক্ষম মানুষরা কেন বঞ্চিত হবেন। এক্ষেত্রে হল মালিকদেরই এগিয়ে আসা উচিত’।
বিদেশে এই ধরনের বিশেষ সুবিধাযুক্ত সিনেমা হল আছে। তুলনায় আমাদের দেশ অনেকটাই পিছিয়ে। এখন দেখা যাক কর্পোরেট কর্ণধাররা হৃতিকের আবেদনে আদৌ সারা দেন কিনা। হৃতিক তো বলছেনই ‘যে কোনও রকম সাহায্যের জন্য আমি প্রস্তুত’।
১১ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস