বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ০৮:৪৫:৩২

শাকিব ভাইকেও পাশে চাই

 শাকিব ভাইকেও পাশে চাই

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তাঁর সঙ্গে কথা বলেছেন সাইমুম সাদ।

শাকিব ভাইকেও পাশে চাই

যৌথ প্রযোজনার সিনেমা হবে, তবে অবশ্যই সরকারি নিয়মনীতি মেনে। শিল্পী থেকে শুরু করে কলাকুশলী— সবখানেই ফিফটি-ফিফটি হতে হবে। এত দিন দেখেছি, বাংলাদেশ থেকে একজন শিল্পী নিল আর ডিরেক্টরসহ অন্য সবাই ভারতের। নিয়ম কিন্তু সেটা বলে না। আমরা নিয়ম মেনেই কাজ করব

বিজয়ী হওয়ার পর কেমন লাগছে?

এক কথায় অসাধারণ। চলচ্চিত্রশিল্পীদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে সুযোগটা কাজে লাগাতে চাই।

 হঠাৎ কী ভেবে নির্বাচনে আগ্রহী হলেন?

সিনেমায় তো অনেক দিন ধরেই আছি। কমিটিতে না থাকলেও শিল্পীদের সুখে-দুঃখে থাকার চেষ্টা করেছি। একসময় অনুধাবন করলাম শিল্পী সমিতির আরো অনেক কাজ করার আছে। কিন্তু এত দিন যাঁরা নেতৃত্বে ছিলেন তাঁরা সেটা ঠিকভাবে করছিলেন না। সেই ভাবনা থেকেই এবং সহশিল্পীদের উৎসাহে নির্বাচন করার সিদ্ধান্ত নিই।

আগে শাকিব খানের সঙ্গে নির্বাচন করেছিলেন মিশা সওদাগর। এবার তিনি আপনার সঙ্গী। এটাকে কি চলচ্চিত্রের রাজনৈতিক পালাবদলের অংশ ধরা যায়?

আসলে শিল্পীদের কোনো দল নেই। যে যেখানেই থাকি না কেন মিলেমিশে কাজ করতে চাই। শাকিব ভাই সিনিয়র, তাঁকেও আমরা পাশে চাই।

নির্বাচিত হওয়ার পর বর্তমান সভাপতি শাকিব খানের সঙ্গে কথা হয়েছে?

ফোনে কথা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তিনিই আমাদের কাছে নেতৃত্ব হস্তান্তর করবেন।  

বিভিন্ন সাক্ষাত্কারে অভিযোগ করেছেন, শিল্পী সমিতির আগের কমিটি কার্যত অচল ছিল। আপনার চোখে তাঁদের কী কী ভুল ধরা পড়েছে?

শিল্পীদের স্বার্থ রক্ষার জন্য ফান্ড তৈরি করা যেত। ওয়ার্ক পারমিট ছাড়াই অনেক বিদেশি শিল্পী দেশে এসে কাজ করেছে। ওয়ার্ক পারমিট নিশ্চিত করা উচিত ছিল শিল্পী সমিতির। যৌথ প্রযোজনা নিয়েও দায়িত্ববোধের পরিচয় দেয়নি আগের কমিটি।

যৌথ প্রযোজনা নিয়ে আপনার কমিটি কী উদ্যোগ নেবে?

যৌথ প্রযোজনার সিনেমা হবে, তবে অবশ্যই সরকারি নিয়মনীতি মেনে। শিল্পী থেকে শুরু করে কলাকুশলী—সবখানেই ফিফটি-ফিফটি হতে হবে। এত দিন দেখেছি, বাংলাদেশ থেকে একজন শিল্পী নিল আর ডিরেক্টরসহ অন্য সবাই ভারতের। নিয়ম কিন্তু সেটা বলে না। আমরা নিয়ম মেনেই কাজ করব।

আপনারা নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, শিল্পীদের কল্যাণে ব্যাংকে এক কোটি টাকা স্থায়ী আমানত রাখবেন...

তহবিল গঠনের প্রক্রিয়াটা শুরু হবে শিগগিরই। সবাই মিলে বসব। দ্রুতই বাস্তবায়ন দেখতে পাবেন।

শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নায়ক রাজ্জাক। তাঁর কাছ থেকে কী ধরনের পরামর্শ পাচ্ছেন?

তিনিসহ অন্য সিনিয়রদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করব। তাঁদের পরামর্শেই আমাদের কমিটি কাজ করবে।

সম্প্রতি চলচ্চিত্রশিল্পীদের দৈনিক ভাতা কমেছে। বিষয়টি নিয়ে কী ভাবছেন?

আমরা ভাতা বাড়াব। একই সঙ্গে ঈদ-পূজা-বড়দিনের বিশেষ ভাতা চালু করব। অনেক শিল্পী মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের নিয়েও আমরা ভাবছি। অসচ্ছলদের পাশে দাঁড়াব। যাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাঁদের আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনাও আছে।

এত অর্থ আসবে কোত্থেকে?

শিল্পীরা মিলেই তহবিল গড়ব। প্রয়োজনে স্পন্সর খুঁজব।-কালের কণ্ঠ
এমটিনিউজ২৪/এইচএস/কেএস


 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে