মঞ্চে আসছেন হুমায়ূন আহমেদ
বিনোদন ডেস্ক : নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদর উপন্যাস 'কে কথা কয়' অবলম্বনে তৈরি করা হয়েছে 'নদ্দিউ নতিম' শিরোনামে মঞ্চ নাটক।
এটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। মঞ্চে আনছে ম্যাড থিয়েটার। এটি তাদের প্রথম প্রযোজনা।
নির্দেশক বলেন, "আমার মেয়ে মেঘদূত হুমায়ূন আহমেদের ভক্ত। ওর বয়স এখন ১১। মেয়েকে নিয়ে মঞ্চে কাজ করার ইচ্ছে থেকেই 'নদ্দিউ নতিম'-এর নাট্যরূপ দেওয়া হয়েছে। এতে একজন কাল্পনিক কবি ও একজন মানসিক প্রতিবন্ধী শিশুর মনোজাগতিক বিশ্লেষণ দেখানো হয়েছে। নাটকে বেশির ভাগ সময় তারা নিজে নিজে কথা বলে।"
নাটকটির সেট ও লাইট ডিজাইন করেছেন ফয়েজ জহির, কোরিওগ্রাফি করেছেন আনিসুল হক বরুণ। আগামী ৩০ অক্টোবর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় 'নদ্দিউ নতিম'-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে।
২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�