শুক্রবার, ১২ মে, ২০১৭, ১১:৫৬:৪৩

সন্তান আব্রামকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন অপু বিশ্বাস!

সন্তান আব্রামকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে এফডিসিতে শাকিবের উপর হামলার ঘটনায় পুত্র আব্রাম খানকে নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে ঢাকাই সিনেমার এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের। এদিকে টানা চারদিন হাসপাতালে থেকে আজ শুক্রবার বাসায় ফিরেছেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। চিকিৎসকের পরামর্শেই তিনি হাসপাতালে এতদিন বিশ্রাম নিয়েছেন বলে জানান শাকিব খান।

অপু জানান, শাকিব খানের উপর হামলার পর থেকে আব্রামকে নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ছেলেটা মাত্র পৃথিবীতে এসেছে। তাকে নিয়েই আতংকে দিন কাটছে আমার। শাকিব খানের উপর হামলার ঘটনাটা সত্যিই আমাকে ব্যথিত করেছে। বার বার কেন জানি না মনে হচ্ছে আমার জন্যই কিনা এসব হচ্ছে। খুবই গিলটি ফিল করছি।’

সঙ্গে আরো অপু যোগ করলেন, শাকিব খান সভাপতি ছিলেন। সেক্ষেত্রে নির্বাচনের খোঁজখবর নিতে অবশ্যই এফডিসিতে যেতে পারেন। সেক্ষেত্রে তার সঙ্গে যে আচরণ করা হলো সেটা অমানবিক।’

গত সপ্তাহের সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন শাকিব খান। এর আগে শুটিং ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন সমিতির বিদায়ী এই সভাপতি। কেন তাকে চারদিন হাসপাতালে থাকতে হয়েছে, সে প্রসঙ্গে চিকিৎসক বলেন, শাকিব খানের জন্য এখন বিশ্রাম জরুরি বলেই তাকে ছাড়া হয়নি। শাকিব হাসপাতালে ড. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে ছিলেন।

এর আগে গত শুক্রবার বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের রাতে হামলায় আহত হন শাকিব থান। ওই ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন তিনি। এ নিয়ে নিরাপত্তা চেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাকিব।

এদিকে এই অভিযোগের বিষয়ে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই হাবিবুল্লাহ খানের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সুব্রত শুভ ঘোষ এ আদেশ দিয়ে আগামী ১৩ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

জিডিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন শাকিব খান। আরো অভিযোগ করা হয় চিত্রনায়ক সাইমন সাদিক ও খল অভিনেতা জিয়ার বিরুদ্ধে।

শাকিব খান উল্লেখ করেন, ‘বর্তমানে বিভিন্ন মারফত আমাকে হুমকি দেয়া হচ্ছে যে, আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে ও রাস্তাঘাটে একা পেলে মেরে ফেলবে। এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এসব কর্মকাণ্ডের পরিকল্পনাকারী চিত্রনায়ক জায়েদ খানসহ আরো কয়েকজন জড়িত বলে আমার বিশ্বাস।’
১৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে