শনিবার, ১৩ মে, ২০১৭, ১০:২৮:৫৩

সঞ্জয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাধুরী

সঞ্জয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাধুরী

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেমের সম্পর্ক বলিউডে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ দুজনের প্রেমের বিষয়টি সবাই জানতেন।

তবে ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে সঞ্জয় গ্রেফতার হওয়ার পরই নাকি মাধুরী তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন।

সঞ্জয়ের বায়োপিক নির্মাণ করছেন রাজকুমার হিরানি। ওই ছবিতে সঞ্জয়ের সঙ্গে মাধুরীর প্রেমের বিষয়টি বাদ দিতে রাজকুমারের কাছে গোপনে অনুরোধ করেছেন স্বয়ং মাধুরী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, 'আমি আজ যেখানে রয়েছি, সেখানে এই বিষয়টা নিয়ে কথা বলার আর প্রয়োজন নেই। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। আমি জানি না এসব কথা এখন কারা বলছে?
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে