শনিবার, ১৩ মে, ২০১৭, ১২:৩৪:৩৮

হত্যার আতঙ্ক নিয়ে দিন কাটছে আমার: শাকিব খান

হত্যার আতঙ্ক নিয়ে দিন কাটছে আমার: শাকিব খান

বিনোদন ডেস্ক: গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের বেডে সাকিব খান বলেন, দুর্বৃত্তরা এখনো তাকে হুমকি দিয়ে যাচ্ছে।  তিনি চরম নিরাপত্তাহীনতায় আছেন।  যারা তার ওপর হামলার চেষ্টা করেছে তাদের কেউ এখনো গ্রেফতার হয়নি।  

তিনি বলেন, হত্যার আতঙ্ক নিয়ে দিন কাটছে আমার, হামলাকারীরা এখন হয়তো মনে করছে আমার মতো সাকিব খানকে হত্যা করলেও তাদের কিছুই হবে না।  তিনি মনে করছেন প্রশাসনের কেউ কেউ তাদের পেছনে রয়েছে।  যে কারণে তারা যা ইচ্ছা করবে তাই করতে পারবে।

গত ৮ মে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিজের নিরাপত্তা ও আইনি সহায়তা চেয়ে জিডি করেন চিত্রনায়ক শাকিব খান।  চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে তার ওপর হামলা ও তাকে লাঞ্ছিত করার ঘটনায় জিডিটি দায়ের করা হয়।  অভিযুক্তদের তালিকায় চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিকের নাম উল্লেখ করা রয়েছে।

লিখিত অভিযোগে শাকিব বলেছেন, ‘আমি বিএফডিসিস্থ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি পদে দায়িত্বরত আছি।  গত ৫ মে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়।  এ দিন রাত দেড়টার দিকে বিভিন্ন মারফত আমার কাছে খবর আসে যে, নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।  

আপিল বিভাগের লোকজন শিল্পী সমিতির ভেতরে ভোট গণনা কেন্দ্রে অবস্থান করছেন।  চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবে বিষয়টি দেখা আমার এখতিয়ারভুক্ত বলে আমি বিএফডিসিতে এসে দেখি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আপিল বিভাগের লোকজন ও বাইরে বহিরাগত লাল গেঞ্জি পরিহিত পিস্তল হাতে একজন সন্ত্রাসীসহ চাপাতি হাতে কয়েকজন অবস্থান করছে।

ওই সব বহিরাগত লোকজন বিএফডিসির ভেতরে এত রাতে কিভাবে এলো এবং কেন অস্ত্র হাতে অবস্থান করছে জানতে চাইলে ওখানে উপস্থিত সাইফ খান কালু (নৃত্য পরিচালক), সায়মন সাদিক (নায়ক), জিয়া (অভিনেতা), ফাইটার শামীমসহ অজ্ঞাত অনেক লোকজন আমার ওপর হামলা করতে আসে।  আমাকে ছোরা দিয়ে আঘাত করার চেষ্টা করে।  আমার একজন ভক্ত আমাকে রা করতে গেলে আক্রমণকারীর ছুরির আঘাতে তার হাত কটে যায়।  আমি নিজের প্রাণ রার্থে পুলিশ, আমার ব্যক্তিগত দেহরী, কিছু কলাকুশলীর সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।

শাকিব আরো যোগ করেন, তখন ওই সন্ত্রাসীরা আমাকে মিথ্যা অপবাদ দিয়া ধর ধর বলে ধাওয়া দেয়।  বর্তমানে বিভিন্ন মারফত হতে আমাকে হুমকি দেয়া হচ্ছে যে, আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে এবং রাস্তাঘাটে পেলে মেরে ফেলবে।  এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এসব কর্মকাণ্ডের পরিকল্পনাকারী অভিনেতা জায়েদ খানসহ আরো অনেকেই জড়িত বলে আমার বিশ্বাস।
১৩ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে