শনিবার, ১৩ মে, ২০১৭, ০২:১১:৪০

'প্রত্যুত্তর অবশ্যই দেওয়া উচিত, তাই বললাম, বাংলাদেশ'

'প্রত্যুত্তর অবশ্যই দেওয়া উচিত, তাই বললাম, বাংলাদেশ'

পিয়া জান্নাতুল: মিস প্রিন্সেস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতা শুরু। আমাকে এক শ্বেত বর্ণের রূপসী এসে জিজ্ঞেস করলেন, ‘এই তুমি কোন দেশের?’

প্রত্যুত্তর অবশ্যই দেওয়া উচিত। তাই বললাম, বাংলাদেশ।

কিন্তু এর পরই মনে হলো বেচারা নিজেকে গুটিয়ে নিলেন। তার অভিব্যক্তিতে মনে হলো, একজন বাংলাদেশিকে এমন মঞ্চে তিনি মেনে নিতে পারছেন না। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে পশ্চিমা বিশ্বের এমন প্রাধান্য থাকে। তাই তার এমন নাক উঁচু অভিব্যক্তি নতুন কিছু মনে হয়নি সেদিন। উল্টো প্রতিযোগিতার জন্য প্রতি মুহূর্তে নিজেকে প্রস্তুত করছিলাম।

তবে একেবারে যে চূড়ান্ত পর্বে সেরাদের লড়াইয়ে পৌঁছে যাবো সেটা ভাবিনি। এর মধ্যে এলো গ্র্যান্ডফিনালেতে বিজয়ীর নাম ঘোষণার পালা। আমি ধরেই নিলাম, আমি সেরা তিনে যাবো না। এমন ভাবনার মাঝখানে একজন প্রতিযোগীর নামও ঘোষণা করা হলো। নামটা খেয়াল করিনি তবে সেই প্রতিযোগীর নামের পর বলছেন- ফ্রম বাংলাদেশ!

হ্যাঁ, বাংলাদেশ! পাশ থেকে একজন বললেন, পিয়া তোমাকেই ডাকছে! আমি এতটাই ঘোরের মধ্যে ছিলাম যে, নিজের নামটাও শুনিনি তখন।

এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি।

বিজয়ীর মুকুট পরার পর কিন্তু শ্বেত বর্ণের আগের অনেকেই আমাকে আলাদাভাবে মূল্যায়ন করেছে। তাই অন্যরা কী বললো, সেটা না ভেবে নিজেকে প্রস্তুত করতে হবে।-বাংলা ট্রিবিউন
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে