শনিবার, ১৩ মে, ২০১৭, ০৭:৪০:৫১

ভারতে যখন বাহুবলী ঝড়, চীনে তখন শুরু দঙ্গল ঝড়

ভারতে যখন বাহুবলী ঝড়, চীনে তখন শুরু দঙ্গল ঝড়

বিনোদন ডেস্ক : গোটা ভারত এখন মেতে রয়েছে প্রভাসে। সেখানে প্রতিবেশি চীন মেতে রয়েছে যেন আমির খানে। আসলে চীনে বরাবরই জনপ্রিয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার পিকেই সে দেশে সবথেকে বেশি টাকার ব্যবসা করা ভারতীয় ফিল্ম।

রাজকুমার হিরানির পিকে চীনে ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু এবার দঙ্গল পিকের রেকর্ড ভেঙে অনেকদূর এগিয়ে গিয়েছে। দেশজুড়ে যখন চলছে বাহুবলী ঝড়, তখন গোটা চীনজুড়ে চলছে আমির খানের দঙ্গল ঝড়। কারণ, রিলিজ করার মাত্র দুই সপ্তাহের মধ্যেই চীনের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে দঙ্গল।

চীনে ছবি মুক্তির প্রথম দিনেই দঙ্গল ব্যবসা করেছিল ১৫ কোটি টাকার। তখনই বোঝা গিয়েছিল, এবার বড়সড় সাফল্য পেতে চলেছে দঙ্গল। হলও সেটাই। কারণ, চীনে দঙ্গলের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গিয়েছে ২০০ কোটি টাকা।

ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শের কথা অনুযায়ী, দঙ্গল চীনে ইতিমধ্যে ব্যবসা করে ফেলেছে ২১৩ কোটি টাকা। প্রসঙ্গত, চীনের প্রায় ৪০ হাজার সিনেমা হলের মধ্যে ৭০০০ হলে দেখা যাচ্ছে দঙ্গল। তবে, চীনে দঙ্গলের নাম পাল্টে হয়েছে 'সুয়াই জিয়াও বাবা'। যার মানে হল, চলো বাবা কুস্তি লড়ি। সত্যিই যেন বক্স অফিসেও কুস্তি লড়ছে দঙ্গল।
১৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে